হ্যালো, বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি যেখানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে গ্রুপ C পদে নতুন কর্মী নিয়োগ শুরু হলো। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে আর আপনাদের কোন কোন পদে নিয়োগ করা হবে। এবং স্যালারির পরিমাণ কত তবে এটা বলে রাখি যে এখানে অনেক ভালো মানের স্যালারি দেওয়া হয় তবে আপনি ধরে রাখতে পারেন 22,000-50,000 হাজার টাকা পর্যন্ত এবং কোন কোন পদে ভালো ছেলের দেওয়া হবে সে সমস্ত বিস্তারিত তথ্য আমরা এই আর্টিকেল এর মাধ্যমে আলোচনা করব।
প্রথম পদ:-
প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হল স্টাফ নার্স এর পোস্ট। যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার GNM করা থাকতে হবে এবং তার সাথে সাথে আপনার নাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড থাকতে হবে। তাহলে আপনি এই পোষ্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে স্যালারির পরিমাণ হলো।
Salary:-
25,000 হাজার টাকা পর্যন্ত আপনাকে মাসিক বেতন দেওয়া হবে।
দ্বিতীয় পদ:-
পরবর্তী যে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে সেটি হল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলর পদে। যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন। এবং তার সাথে সাথে আপনার নলেজ অফ স্কিলস এ MS Office এবং অন্যান্য কম্পিউটার স্কিলে নলেজ থাকতে হচ্ছে। এবং আপনাকে রাইটিং এর ক্ষেত্রে এবং গলার ক্ষেত্রে লোকাল ভাষা জানতে হবে। এবং এখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার লাগবে। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে অন্য আর্টিকেলে আলোচনা কর। এই পোস্টের মাসিক বেতন পাবেন।
Salary:-
20,000 হাজার টাকা পর্যন্ত আপনাকে মাসিক বেতন দেওয়া হবে।
তৃতীয় পদ:-
পরবর্তী আরেকটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হল ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এটা আগে বলে দেওয়া হচ্ছে যে এই পোস্টটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে শিক্ষাগত যোগ্যতা হল জীবন বিজ্ঞান নিয়ে B.Sc করা থাকতে হবে অথবা পোস্ট গ্রেজুয়েশন কিংবা ডিপ্লোমা করা থাকতে হবে।
Selection Process:-
এখানে সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন একাডেমি কোয়ালিফিকেশন এর মাধ্যমে এবং লাস্টে বলা রয়েছে কম্পিউটার টেস্ট হবে ২০ নম্বরের এবং ইন্টারভিউ হবে ১০ নম্বরের।
Salary:-
35,000 হাজার টাকা পর্যন্ত আপনাকে মাসিক বেতন দেওয়া হবে।
পরবর্তী পদ:-
এরপর পরবর্তী যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হল ব্লক ডাটা ম্যানেজার। এটিও একটি অনেক গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্রাজুয়েশন কিন্তু করা থাকতে হবে তার সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। তার সাথে সাথে এখানে কম্পিউটারের সম্মান দিয়ে ওয়ার্কিং নলেজ থাকতে হবে যেখানে MS Word, MS office ইত্যাদির সম্বন্ধে নলেজ থাকতে হবে।
Salary:-
22,000 হাজার টাকা পর্যন্ত আপনাকে মাসিক বেতন দেওয়া হবে।এর সম্বন্ধে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পরবর্তী আর্টিকেলের মাধ্যমে।
পরবর্তী পদ:-
পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হল ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট। এই পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হল উচ্চমাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ম্যাথমেটিকস অথবা বায়োলজিক্যাল সাইন্স থাকতে হবে তাহলেই আপনি এতে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার আরেকটি কোয়ালিফিকেশন থাকতে হবে সেটি হল ডিপ্লোমা DLT
Salary:-
22,000 হাজার টাকা প্রতি মাসে স্যালারিতে নিয়োগ করা হবে।
Application fees:-
যারা যারা এই সমস্ত পদে এপ্লাই করতে ইচ্ছুক তারা এই সমস্ত পদে নিঃসন্দেহে আবেদন করতে পারবেন এবং তার জন্য কিন্তু কিছু টাকা fees লাগবে যেমন জেনারেলদের ক্ষেত্রে ১০০ টাকা করে এবং আদার ক্যান্ডিডেটের জন্য ৫০ টাকা করে ফ্রি লাগবে।
Apply Process:-
উপরিক্ত সমস্ত পদে আবেদন করতে হলে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পর আবেদন রিসিভ এবং সমস্ত দরকারি ডকুমেন্ট এবং ফিস পেমেন্ট রিসিপ্ট সহ তাদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দিতে হবে। তাছাড়া পোস্টিং আপনারা কিন্তু কোচবিহারের মধ্যেই পেয়ে যাবেন। তাই আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচে এর অফিসিয়াল লিংকটি দেওয়া হল। 👇
Official website link:- Click Here
[postx_template id=”1679″]