বদলাচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস 2024 কি রকম হবে নতুন সিলেবাস ?

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দীর্ঘ কয়েক বছর পর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এর সিলেবাস বদলাতে চলেছে। সিলেবাস বদলাতে চলেছে সিলেবাসে বদলাচ্ছে অনেক বড়সড়ো বদল আজ আনন্দবাজারের পত্রিকায় খবরটা প্রকাশিত করা হয়েছে। গোটা বিষয়টা জানাবো কাদের জন্য এই পরিবর্তন তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের সিলেবাস বদলাবে কিনা বা কতটুকুই বা পরিবর্তন হচ্ছে কিংবা আদৌ পরিবর্তন হচ্ছে কিনা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব।

কাদের পরিবর্তন করা হচ্ছে ?

প্রথমেই বলে রাখি যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সাইন্স গ্রুপের সিলেবাস কিন্তু কোন পরিবর্তন হচ্ছে না। আনন্দবাজার পত্রিকায় প্রকাশনা অনুযায়ী উচ্চ মাধ্যমিক এর শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিতবাবু জানিয়েছেন কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ তার মানে arts and commerce এর সাবজেক্ট গুলোর ক্ষেত্রে সিলেবাস বা পাঠ্যক্রমে বদল আসছে চলেছে। তোমাদের একটা কথা বলে রাখি যারা এবার একাদশ শ্রেণী কিংবা ইলেভেন ক্লাসে পড়ছো তোমরা গতবার মাধ্যমিক দিয়েছিলে তোমাদের কোন ঘাবড়ানোর বিষয় নয় তোমাদের সিলেবাসের কোন পরিবর্তন হবে না যারা এইবার দশম শ্রেণীতে পড়ছে তারা আগেবার মাধ্যমিক দেবে তারা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তখন থেকেই নতুন সিলেবাস তাদের দেওয়া হবে। এটা কিন্তু CBSC বোর্ডের সঙ্গে এবং সর্বভারতীয় বোর্ডের সঙ্গে তালে তাল মিলিয়ে এই পরিবর্তনটি করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে আরেকটা কথা বলে রাখি তোমরা যখন মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠবে তখন তোমাদের নতুন সিলেবাস যাওয়া হবে।

এবং তোমরা যখন ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে উঠবে তখন তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস ও সংস্করণ করা হবে। এমনটাই খবর রয়েছে।

শুধু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীত বাবুই নন আমাদের রাজ্যের শিক্ষা মন্ত্রী ও জানিয়েছেন উচ্চ মাধ্যমিক স্তরের অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভ এর কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগের সিলেবাস কে যুগোপযোগী করা হচ্ছে। অর্থাৎ আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তোমরা যাতে চলতে পারো এই কারণে সিলেবাসের আপগ্রেডেশন পরিবর্তন সংস্করণ এগুলো করা হচ্ছে।

আরেকটা কথা বলে রাখি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তোমাদের জন্য তাই ভালো লাগলো তাই তোমাদের সাথে এই খবরটি শেয়ার করা হলো এবং তোমাদের যারা যারা এই সময়ে উচ্চমাধ্যমিক কিংবা ক্লাস ইলেভেনে পড়বে তাদের কাছে এই ব্লক পোস্টটি শেয়ার করো।

[postx_template id=”1679″]

5/5 - (1 vote)

Leave a Comment

x