একটি আদর্শ মৃত্তিকাস্তর বা হোরাইজন এর বর্ণনা দাও।

অথবা

একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বা soil Profile এর বর্ণনা দাও। হিউমিফিকেশন কাকে বলে?

Answer:-

মৃত্তিকা পরিলেখ বা মৃত্তিকাস্তর:-

মৃত্তিকার স্তর গুলি A, B, ও C একএকটি মূল শিলার সঙ্গে আড়াড়ীভাবে অবস্থান করলে তাকে মৃত্তিকার পরিলেখ বলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অন্যদিকে, ভূপৃষ্ঠের সমান্তরালে একএকটি পাতলা অথবা সুস্পষ্ট ও বিভাজিত অংশকে মাটির হোরাইজন বা স্তর বলে। এক একটি স্তর পৃথক ভৌত ও রাসায়নিক উপাদানে এবং জৈব পদার্থে পূর্ণ থাকে।

প্রধান প্রধান মৃত্তিকার স্তর বা Soil Profile:-

মৃত্তিকার প্রধান প্রধান স্তর গুলি হল—–

জৈবস্তর বা O স্তর:-

মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহবিশেষ, পচা ডালপালা, বিভিন্ন বজ্রজাত পদার্থ যৌন প্রক্রিয়ায় বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় আর এই হিউমাস সমৃদ্ধ মাটির উপরের স্তর হলো’ O’ স্তর । O স্তর আবার দুটি উপস্তরে বিভক্ত যথা—-

        i. O ১ /A oo উপস্তর:-

এটি মাটির সর্বোচ্চ স্তর। এখানে সাধারণত মৃত উদ্ভিদ ,পত্র ,ফুল ,শাখা প্রশাখা ,প্রাণীদেহ ইত্যাদি অবিয়োজিত অবস্থায় থাকে তাই এই স্তরকে litter স্তর বলে ।এর গভীরতা প্রায় ৩ থেকে ৫ সেমি। বনাঞ্চলে একে ‘F’ স্তর বলে।

      ii. O২/A oo উপস্তর:-

এটি O১ স্তরের ঠিক নিচে স্তর ।এখানে কাঁচা জৈব পদার্থ গুলি বিভিন্ন পর্যায়ের মাধ্যমে বিয়োজিত হয় । এই স্তরের রং গাধ বাদামি। বনাঞ্চলে এই স্তরকে ‘H’ স্তর বলা হয়।

   A স্তর:-

‘O’ স্তরের নিচে অবস্থিত স্তরটি হল A স্তর। A স্তর থেকে খনিজ পদার্থ উপসৃত হয়ে B সঞ্চিত হয় বলে এই স্তরকে এলুভিয়াল স্তর বলা হয় । এই স্তরের আবার তিনটি উপসর রয়েছে —-

       i. A১ উপস্তর:-

A স্তরের সবচেয়ে ওপরের স্তর ।কালো রং ।এই স্তরের অপর নাম হিউমিক স্তর।

      ii.A২ উপস্তর:-

A১ স্তরের নিচের স্তর হলো A২ স্তর। এই স্তরের রং ছাই এর মত।

       iii. A৩ উপস্তর:-

A ও B স্তরের মধ্যবর্তী স্তরটি হল A৩ স্তর।

B স্তর:-

A স্তরে ঠিক নিচে অবস্থিত স্তরটি হল B স্তর। এই স্তরের অপর নাম হল ইলুভিয়াল স্তর। এবং A স্তর থেকে কাদা ,লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড ও হিউমাস এই স্তরে একসাথে জমাট বেঁধে শক্ত স্তর বা Hard Pan গঠিত করে। B স্তরের আবার তিনটি উপস্তর রয়েছে যথা—-

          i. B১ উপস্তর:-

এটি B স্তরের সবচেয়ে ওপরের স্তর। এই স্তরটি মিশ্র স্তর।

        ii. B২ উপস্তর:-

এই স্তরে সবচেয়ে বেশি খনির সমৃদ্ধ থাকে।

         iii. B৩ উপস্তর:-

B স্তরের সর্বনিম্ন স্তর। এতে টুকরো পাথর ও কাদা মিশ্রিত থাকে। সব মাটিতে এই উপস্তর লক্ষ্য করা যায় না।

  C স্তর:-

C স্তরটি ঠিক B স্তরের নিচে অবস্থিত। এই স্তরটি সম্পূর্ণরূপে বিচূর্ণীভূত আদিশীলা ও খনিজ কণা দ্বারা গঠিত । এবং হিউমাস হীন। এই স্তরের দুটি উপস্থর রয়েছে যথা— C১ ও C২।

  D বা R স্তর:-

        এটি মাটির সর্বনিম্ন স্তর । এই স্তরটি সামান্য আবহবিকার গ্রস্থ এবং অবিচূর্ণীভূত শিলা স্তর । এই স্তরকে ইউরোপে B স্তর বলে ।এবং যুক্তরাষ্ট্রে R স্তর বলে।         

                                                                  চিত্র

একটি আদর্শ মৃত্তিকাস্তর বা হোরাইজন এর বর্ণনা দাও।

হিউমিফিকেশন:-

মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহবিশেষ মাটির ওপর সঞ্চিত হয়ে ব্যাকটেরিয়া ও অনুজীব দ্বারা পরিবর্তিত হয়ে কালো রং এর মতো তৈরি পদার্থকে বলে হিউমাস। এবং হিউমাস তৈরির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে।

4.5/5 - (2 votes)

Leave a Comment

x