কৃষি দপ্তরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ শুধু মাধ্যমিক পাশের যোগ্যতায়

Hello, বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি যেখানেই কৃষি দপ্তর থেকে Group-C এবং Group-D পদে নতুন কর্মী নিয়োগ করার প্রক্রিয়া চলছে এবং অত্যন্ত ভালো Salary নিয়োগ করা হচ্ছে এবং এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর থেকে এই নিয়োগের আবেদন শুরু হয়েছে তাই তাড়াতাড়ি আবেদন করুন।

এবং এর লাস্ট ডেট কবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে এপ্লাই করতে হবে, কিভাবে করা উচিত সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করব।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তাই বিনা ছেড়ে এই আর্টিকেলটি দুই মিনিটের মধ্যে ভালোভাবে পড়ে নিন।শুরুতেই বলে দেওয়া হচ্ছে যে এর আবেদন প্রক্রিয়া চলবে অফলাইনের মাধ্যমে এখানে আপনাকে অনলাইন এর মাধ্যমে ২০০ টাকা pay করে রিসিভ টা নিয়ে সমস্ত কিছু যতগুলো ডকুমেন্ট লাগবে সমস্ত অ্যাটাচ করে ।

১৫ জুলাই ২০২৩ এর মধ্যে জমা করতে হবে।তাহলে কোথায় আপনার ডকুমেন্টগুলি জমা করবেন এবং কিভাবে অনলাইনে ২০০ টাকা ফ্রি দিবেন তার সমস্ত কিছু বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব।

কি কি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে এগুলো প্রথমে জেনে নিন

১. প্রথম পোস্ট

প্রথম পোস্টটি হলো ড্রাইভার এর ড্রাইভার এর কাজে আপনাকে নিয়োগ করা হতে পারে।

এতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই চলবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।এবং এখানে এপ্লাই করতে হলে আপনার বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে এবং আপনি যদি ST, SC , OBC কাস্টের হয়ে থাকেন তাহলে আপনি বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন।

বেতনের পরিমাণ:-

এই পোস্টের ক্ষেত্রে আপনি ২৬,০০০ থেকে ২৮,০০০ টাকা পর্যন্ত Salary পেয়ে যাবেন।

২. দ্বিতীয় পোস্ট:-

দ্বিতীয় পোস্টটি হল skill staff এই পোস্টে এপ্লাই করার জন্য আপনার মাধ্যমিক পাস থাকতে হবে তাছাড়া আপনি যদি মাধ্যমিক পাস না করেও আইটিআই করে থাকেন তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। তাছাড়া এখানে এপ্লাই করতে হলে আপনার বয়স অন্তত ১৮ থেকে ২৫ বছরের মধ্যে আপনি এপ্লাই করতে পারবেন এছাড়া আপনি যদি ST, SC , OBC কাস্টের হয়ে থাকেন তাহলে আপনি বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন।

বেতনের পরিমাণ:-

এখানে বেতনের পরিমাণ একটু কম কিন্তু যথাযথভাবে ভালই প্রায় ১০,০০০ থেকে ১৫,০০০ মধ্যে তবে এখানে লেভেল ওয়ান এর স্যালারি রয়েছে।

৩. তৃতীয় পোস্ট:-

তৃতীয় পোস্টটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে স্টেনোগ্রাফার Grade 3 এর কর্মী নিয়োগ করা হচ্ছে। তবে এখানে লেভেল ফোর এর স্যালারি দেওয়া হচ্ছে।তাছাড়া এই পোস্টে এপ্লাই করার জন্য আপনার বয়স ১৮ থেকে ২৭ এর মধ্যে হতে হবে তাহলে আপনি এপ্লাই করতে পারবেন এবং আপনি যদি ST, SC , OBC কাস্টের হয়ে থাকেন তাহলে আপনি বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন।

বেতনের পরিমাণ:-

এই পদের মধ্যে কিন্তু সর্বোচ্চ স্যালারি দেওয়া হচ্ছে প্রায় ২০,০০০ থেকে ৩৫,০০০ হাজারের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক পাস হলে চলবে এবং আপনার টাইপিং স্পিড থাকতে হবে।স্টেনোগ্রাফিতে যোগ্য হতে হলে আপনাকে সেখানে প্রথমে একটা পরীক্ষা দিতে হবে যেটা দশ মিনিটের মধ্যে অর্থাৎ ৮০ ওয়ার্ড প্রতি মিনিটে আপনাকে লিখতে হবে। এই পরীক্ষাটি আপনি হিন্দিতে কিংবা ইংলিশে বা বাংলাতে দিতে পারেন।এইসব জব ভেকেন্সি গুলি কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ থেকে প্রকাশিত করা হয়েছে। তাছাড়া এটি পুরুলিয়া জেলা থেকে প্রকাশিত হয়েছে এবং আপনাররা যদি এতে সিলেট হয়ে থাকেন তাহলে আপনাদের পোস্টিং ভাল স্যালারিতে পুরুলিয়া জেলার মধ্যেই হবে।

নোটিশ বের হওয়ার তারিখ:- ২৬/০৬/ ২০২৩

Last Date:- ১৫/০৭/২০২৩

এই দুটি স্কিমে এপ্লাই করার জন্য আপনার যে টাকা লাগছে সেটা হল ২০০ টাকা আপনাকে দিতে হচ্ছে।এবং ২০০ টাকা ফি এর রিসিভ কপিটি সহ আপনাকে যতগুলি দরকারি ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট গুলি অ্যাটাচ করে নিচে দেওয়া location এর পাঠাতে হবে।

Location:-

The secretary krishi vigyan Kendra Kalyan ,P.O:- Vivekanand Nagar, District:- Purulia, West Bengal , PIN:- 723147 within 20 days.

তাছাড়া অ্যাপ্লিকেশনটির ২০০ টাকা না দিয়ে ফ্রিতে করতে পারবেন আপনি যদি ST, SC কিংবা মহিলা কিংবা এক্স সার্ভিস ম্যান অথবা দিক বৈজ্ঞানিক হয়ে থাকেন তাহলে আপনাকে ২০০ টাকাও ফি দিতে হবে না আপনার এমনি হয়ে যাবে। এটা একটা ভালো সুবিধা করেছে আপনাদের জন্য।

Official form:-

প্রতিদিনের আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের whatsapp কিংবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন

Leave a Comment