এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ 2023 আবেদন করুন মাধ্যমিক পাশের যোগ্যতায়

রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ আপডেট কারণ এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যারা যারা এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এয়ার ইন্ডিয়াতে হ্যান্ডি ম্যান ও ইউটিলিটি এজেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোন ভারতীয় নাগরিকসহ রাজ্যের যেকোনো চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে পারবে তবে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।

পদের নাম:-

রাজ্যে এয়ার ইন্ডিয়াতে handyman ও ramp service executive এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোট শূন্যপদ:-

হ্যান্ডিম্যান পদে মোট শূন্য পদ রয়েছে 279 টি এবং Ramp সার্ভিস এক্সিকিউটিভ পদে মোট শূন্য পদ রয়েছে 39 টি।

শিক্ষাগত যোগ্যতা:-

আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যান্ডিম্যান পদে আবেদন করার জন্য আপনার অবশ্যই যে কোন বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে তবে চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য। এবং Ramp সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য আপনার অবশ্যই ITI সহ NCTVT এর অধীনস্থ যেকোনো কোর্স করে থাকলেই চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনযোগ্য।

মাসিক বেতন:-

আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে যে হ্যান্ডি মেইন পদে মাসিক বেতনের পরিমাণ ₹20,130/- টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।এবং রেম্প সার্ভিস এক্সিকিউটিভ পদে মাসিক বেতনের পরিমাণ ₹23,640/- টাকা প্রতি মাসে দেওয়া হবে।

বয়সের সীমা:-

আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদনযোগ্য হতে হলে আপনার বয়স অন্তত ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে তবে চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।

আবেদন পদ্ধতি:-

যারা যারা এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে ইন্টারভিউর দিন আবেদন পত্র এবং শিক্ষাগত যোগ্যতা সহ বয়সের প্রমাণপত্র সহ আরো প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউ ঠিকানায় উপস্থিত হতে হবে।

Location:-

Sri Jagannath Auditorium, Near Vengoor Durga Devi Temple, Vengoor, Angamaly, Ernakulam, Kerala, Pin – 683572. [On the Main Central Road (M C Road), 1.5 Km away from Angamaly towards Kalady].

আবেদন fees:-

আবেদনকারীদের ক্ষেত্রে আরেকটা বিশেষ কথা বলা হচ্ছে যে Genarel, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা করে আবেদন ফি দিতে হবে। আর ST,SC এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে অনুরূপ আবেদন ফি লাগবে না।

ইন্টারভিউর তারিখ:-

আবেদনকারীদের ক্ষেত্রে বলা হয়েছে যে ১৭-১৮ এবং ১৯ অক্টোবর ২০২৩ তারিখ থেকে ইন্টারভিউ চলবে তোমরা এই দিনের মধ্যে ইন্টারভিউ দিয়ে আসতে পারো।

Job News:- Click Here

Official Notice:- View Now

Official website link:- Apply Now

Leave a Comment