ব্যাংকে নিয়োগ শুরু হলো 2023 অনেক ভালো বেতনে জেনে নিন আবেদন পদ্ধতি।

হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটি নতুন এবং আকর্ষণীয় জব ভেসে আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3049 টি তার সাথে আরেকটা কথা বলে রাখি যে এই যে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে এটা কিন্তু আর একটু বাড়বে কারণ এখনো সব ব্যাংকের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছাড়া হয়নি এবং বলা হচ্ছে যে এখানে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সির সংখ্যা আরো বাড়বে। আর এখানে আরেকটা কথা বলে দেওয়া হচ্ছে যে ২১ আগস্ট ২০২৩ পর্যন্ত আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এবং খুব ভালো পরিমাণের স্যালারিতে নিয়োগ করা হচ্ছে ₹40,000 টাকা শুরুতেই দেওয়া হচ্ছে। এটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হয়েছে 11 টি পাবলিক সেক্টর ব্যাংক থেকে। তাহলে আজকে আমরা আলোচনা করব যে আপনি এখানে কিভাবে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কিরকম দরকার হবে এই সমস্যা তথ্য নিয়ে আলোচনা করব।

আবেদন শুরুর তারিখ:-

এখানে আবেদন কিন্তু 1 আগস্ট ২০২৩ তারিখ থেকে শুরু হল এবং

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনের শেষ তারিখ:-

এখানে আবেদনের শেষ তারিখ হবে ২১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন।

পরীক্ষার তারিখ:-

তবে এখানে পরীক্ষা কিন্তু বিভিন্ন ধাপের মধ্যে দিতে হবে প্রথমত সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু হবে এবং মেইন পরীক্ষা হবে নভেম্বর মাসে।

অংশগ্রহণকারী ব্যাংকের নাম:-

যেসব ব্যাংকে ভ্যাকেন্সি গুলি ছাড়া হয়েছে সেসব ব্যাংকের নাম গুলি নিচে আমরা আলোচনা করব।

1.Bank of Baroda

2. Canada bank

3. Indian overseas bank

4. UCO Bank

5. Bank of India

6. Central Bank of India

7. Punjab National Bank

8. union Bank of India

9. Bank of Maharashtra

10. Indian Bank

11. Punjab and Sind Bank

IBPS institute of banking personal selection

Age limit:-

এখানে আবেদন করতে হলে আপনার বয়স অন্তত কুড়ি বছর এবং সর্বোচ্চ ৩০ এর মধ্যে হতে হবে তবে আপনি এখানে আবেদন যোগ্য।

আরেকটা কথা বলে রাখি এখানে যে বয়সের লিমিট ক্যাল্কুলেট করা আছে সেটা হল 01/08/2023 তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা:-

ব্যাংকিংয়ের কাজে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার আপনি যদি গ্রাজুয়েশন করে থাকেন যেকোনো শাখা থেকে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন।

আর একটা কথা বলে রাখি এই গ্রাজুয়েশন থাকতে হবে ২১/৮/২০২৩ তারিখ অনুযায়ী।

Selection process:-

যারা যারা এতে আবেদন করতে ইচ্ছুক আছেন তাদেরকে আরেক একটা কথা বলা হচ্ছে যে এখানে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রথমত আপনার প্রিলিমিনারি পরীক্ষা হবে যেখানে থাকবে ইংলিশ কোয়ান্ট থাকবে এবং রিজিনিং থাকবে এই তিনটি সাবজেক্ট নিয়ে পরীক্ষা হবে এবং এই তিনটি সাবজেক্টে টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হবে।

এবং এর সাথে আরেকটা কথা বলা হচ্ছে যে এখানে প্রত্যেকটা সাবজেক্ট এর জন্য 20 মিনিট করে সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে।

এবং এই পরীক্ষায় যারা যারা ভালো নম্বর নিয়ে আসবে এবং যাদের মেরিট লিস্টে নাম আসবে তারাই দ্বিতীয় ধাপে পরীক্ষা দিতে পারবে। এটি মেন পরীক্ষা।তবে এখানে সিলেবাস থাকবে

Reasoning, computer aptitude, general, economy, banking awareness, English, data analysis, and interpretation,

এই সমস্ত সাবজেক্ট নিয়ে আপনার দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে তবে এখানে টোটাল নম্বর থাকছে ২০০ নম্বর এবং ১৫৫ টি প্রশ্ন থাকছে

তাছাড়া এর সাথে একটা ইংলিশ পরীক্ষা হবে যেখানে টোটাল নম্বর থাকবে ২৫ এটি কমপ্লিট করতে হবে।

এখানে বলা হচ্ছে যে এই পরীক্ষায় যারা ভাল নম্বর নিয়ে আসবে এবং শর্টলিস্টেড হবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে ব্যাংকের বিভিন্ন পোস্টে।

Application fees and categories:-

এখানে যদি আপনি ST/SC কিংবা EWS হয়ে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফি লাগছে ১৭৫ টাকা।

আর যদি আপনি Genarel কিংবা OBC হয়ে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফি লাগছে ৮৫০ টাকা।

Exam locations:-

আপনার এখানে যে পরীক্ষা নেওয়া হবে তার এড্রেস গুলি হল।

আসানসোল, হুগলি, বর্ধমান, কল্যাণী, গ্রেটার, দুর্গাপুর, কলকাতা, এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গায় প্রথম পরীক্ষাটি হবে।

এবং মেইন যে পরীক্ষাটি হবে সেটা হল আসানসোল, হুগলি, কল্যাণী, গ্রেটার, কলকাতাএবং শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে মেইন পরীক্ষাটি হবে।

যারা যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবেন তাদের এই সমস্ত লোকেশন এর মাধ্যমে হবে এবং যারা যারা বাইরে থেকে আবেদন করছেন তাদের অন্য জায়গায়।

আবেদন প্রক্রিয়া:-

আপনারা এই সমস্ত ব্যাংকের ভ্যাকেন্সির জন্য কিভাবে আবেদন করবেন সেই সমস্ত তথ্য নিয়ে আমরা আলোচনা করব।

প্রথম ধাপ:- আবেদন করার জন্য প্রথমত আপনাকে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া করতে হবে।

আর এখানে আরেকটা কথা বলে রাখি এখানে আবেদন করার সময় আপনার যে সমস্ত ডাটা সেগুলি সঠিকভাবে দিবেন এটি যখন ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন এটি মিলতে হবে। আর না হলে আপনার যেকোনো সময় কিন্তু অ্যাপ্লিকেশনটি Reject হতে পারে।

আরেকটা কথা বলে রাখি এই ভেকেন্সিতে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে উচিত পড়াশোনা চালিয়ে যেতে হবে যাতে আপনি পরীক্ষায় ভালো নম্বর নিয়ে আসতে পারেন এবং আপনাকে এখানে প্রিলিমিনারি অফিসার পদে নিয়োগ করা হবে এবং এটি পড়ে এসিস্ট্যান্ট ম্যানেজার পদেও হয়ে যাবে।

Apply Link: – Click Here

[postx_template id=”1679″]

Leave a Comment

x