Central Bank এ চাকরিতে নিয়োগ, Central Bank new Requirement 2024

রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ আপডেট কারণ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায় চাকরি প্রার্থীরা এই পদের আবেদনযোগ্য এছাড়া। যেকোনো ভারতীয় নাগরিকসহ রাজ্যের যেকোনো চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে পারবে তবে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।

Central Bank new Requirement 2024

পদের নাম:- সাফাই কর্মচারী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্য পদ:– এই পদে মোট 484 টি পদ ফাঁকা রয়েছে। তাই যারা যারা আবেদন করার জন্য ইচ্ছুক তাদের জন্য এই প্রতিবেদন।

WhatsApp channel:- Click Here

শিক্ষাগত যোগ্যতা:- আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এ পদে আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীর অবশ্যই যে কোন স্বীকৃতি বোধের তরফ থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে তবে চাকরি প্রার্থীরাই পদে আবেদনযোগ্য।

আরও পড়ুন:- এয়ারপোর্টে চাকরিতে নিয়োগ, Airport new requirement 2024

মাসিক বেতন:– এই পদে চাকরি পেলে প্রতি মাসে ১০,০০০/- হাজার টাকা থেকে ১৫,০০০/- হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সের সীমা:- আগ্রহী আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এ পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর অবশ্যই ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে তবে চাকরি প্রার্থী এ পদে আবেদনযোগ্য।

আবেদন পদ্ধতি:- যারা যারা এই পথে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতির সম্পূর্ণরূপে অনলাইন এর মাধ্যমে করতে হবে তবে প্রথমের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আবেদন পত্রটি ঠিকঠাকভাবে ফিলাপ করে আবেদন ফি সহ সাবমিট করতে হবে। Central Bank new Requirement 2024

আবেদন fees:- আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি জমা করতে হবে তবে তফসিলি জাতিভুক্ত শ্রেণী প্রার্থীদের ১৫৫ টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফি জমা করতে হবে। Central Bank new Requirement 2024

Apply Last Date:– ৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

WhatsApp channel:- Click Here

Official website link:- Click Here

Official notice:- Download Now

Leave a Comment