CMOH এ দফতরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ 2023 লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর কারণ রাজ্যের আলিপুর দোয়ার জেলার চিফ মেডিকেল অফিসারের অফিসের দপ্তরে বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যের যেকোনো চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে পারবে বিশেষ করে আলিপুরদুয়ারের চাকরিপ্রার্থীদের জন্য এটি বিশেষ সুখবর কারণ তাদের জেলাতেই এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তাহলে যারা যারা এ পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা বেতনের পরিমাণ সহ বিস্তারিত তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।

পদের নাম:-

প্রথম পদের নাম community health assistant পদে নিয়োগ করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্য পদ:-

চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে শূন্য পদ কিন্তু বেশি নেয় তবে 3টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:-

আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আপনার ANM কিংবা GNM করা থাকলেই চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।

বয়সের সীমা:-

এই পদে আবেদন করার জন্য আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবেই চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য।

মাসিক বেতন:-

কমিউনিটি হ্যাল্ড অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতনের পরিমাণ ₹13,000/- টাকা।

দ্বিতীয় পদ:-

মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে।

শূন্য পদ:-

এই পদের ক্ষেত্রে মোট শূন্য পদ 4 টি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:-

এরপরে আবেদন করার জন্য আপনার MBBS গ্রাজুয়েট করা থাকতে হবে এবং তার সাথে সাথে এক বছর ইন্টার্নশিপ করার অভিজ্ঞতা থাকতে হবে তবেই চাকরি পাঠিয়ে পদে আবেদনযোগ্য।

বয়সের সীমা:-

এই পদে আবেদন করার জন্য আপনার বয়স অন্তত ১৮ থেকে ৬৭ বছরের মধ্যে হতে হবে তবেই এই পদে আবেদনযোগ্য।

মাসিক বেতন:-

মেডিকেল অফিসার পদে মাসিক বেতনের পরিমাণ ₹60,000/- টাকা।

তৃতীয় পদ:-

স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে।

শূন্য পদ:-

এখানে কিন্তু মোট শূন্য পদ রয়েছে 1টি।

শিক্ষাগত যোগ্যতা:-

চাকরি প্রার্থীর অবশ্যই MBBS গ্র্যাজুয়েট এবং কোন একটি সংশ্লিষ্ট বিষয়ে MD/DNB করা থাকতে হবে তবে চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য।

বয়সের সীমা:-

এই পদে আবেদনযোগ্য হতে হলে আপনার বয়স সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে হতে হবে তবে চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।

মাসিক বেতন:-

স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে মাসিক বেতনের পরিমাণ প্রতিমাসে ₹70,000/- হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-

যেসব চাকরিপ্রার্থী এইসব পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতির সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে করতে হবে তবে প্রথমে নিচে দেওয়ার লিংক এর মাধ্যমে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তার নিচে দেওয়া যে ফ্রমটি প্রিন্ট করে সেটে ফিলাপ করে তারপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যেরকম বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তার সাথে কার সার্টিফিকেট এবং দুই কপি রঙিন সাইজ পাসপোর্ট সাইজের ছবি একটি খামে করে দিতে হবে।

Location:-

The Office CMOH& Member Secretary , DH&FWS Babupara, Maya Talkies Road, Ward No-12, District- Alipurduar, Pin – 736121

আবেদন fees:-

যাদের যাদের এই পথে আবেদন করার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আপনার আবেদন মূল্য দিতে হবে তবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা করে এবং বাকি প্রার্থীদের ৫০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

Apply Date:-

চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ১২ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

Jobs News:- Click here

Official Apply form:- Click Here

বন্ধুরা, কিছু টেকনিকাল issue এর কারণে from টা Google Drive এ দিতে পারলাম না তোমরা টেলিগ্রাম চ্যানেলে ভিজিট কর সেখানে একটি মেসেজ পিন করা আছে সেখানে অফিসিয়াল ফর্ম পেয়ে যাবে।

Official website link:- Visit Now

Leave a Comment