DM অফিসে গ্রুপ C নিয়োগ 2023 জেনে নিন কিভাবে আবেদন করবেন

হ্যালো, বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে আবার হাজির হয়েছি। শুরু হলো আজকে থেকে ডিএম অফিস থেকে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের শিশু শিক্ষা দপ্তরের তরফ থেকে ডি এম অফিসে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো স্যালারিতে চাইলে আপনারা এতে আবেদন করতে পারবেন এবং এটি পার্মানেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। আপনি যদি এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এখানে আবেদন করতে পারেন এবং এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং সিলেকশন প্রসেস কিভাবে হবে তাছাড়া এর বেতন কত দেওয়া হবে সমস্ত বিস্তারিত তথ্য আমরা আজকে আলোচনা করব তাই এইভাবে পড়তে থাকুন আমাদের পেজের মাধ্যমে।

পদের নাম:-

প্রথম যে পোস্টে নিয়োগ করা হয়েছে সেটি হল Office in Charge এখানে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো পরিমাণের স্যালারিতে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা:-

অফিস ইনচার্জ পদে আবেদন করতে হলে আপনার বয়স ২৭ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে post graduate degree থাকতে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এ অথবা সোসিওলজি অথবা পাবলিক এডমিনিস্ট্রেশন হিউম্যান রাইটস অথবা ল অথবা পাবলিক হেলথ এবং কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তাছাড়া এর সাথে সাথে আপনার সরকারের অথবা বেসরকারি তিন বছর যে কোন জায়গায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন/Salary:-

এখানে আপনার অত্যন্ত ভালো পরিমাণ এর স্যালারিতে নিয়োগ করা হচ্ছে ₹31,000 টাকা পর্যন্ত।

দ্বিতীয় পদ:-

দ্বিতীয় যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হল কাউন্সিলর পদে এবং এখানেও স্যালারির পরিমাণ অত্যন্ত ভালো তবে এখানে শিক্ষাগত যোগ্যতা যা যা লাগবে।

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন করা থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজি অথবা ফিজিকলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং এর তরফ থেকে।আর এই সমস্ত কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে আপনার যদি পিজি কাউন্সেলিং এর তরফ থেকে করা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

বয়স সীমা:-

ডিএম অফিসে কাউন্সেলিং পদে বয়সের সীমানা লাগবে ২৭ থেকে ৪০ বছর পর্যন্ত।

বেতন:-

কাউন্সিলিং পদে বেতনের পরিমাণও ভালো রয়েছে প্রায় ₹23,170 টাকা পর্যন্ত।

পরবর্তী যে পোস্ট:-

পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হয়েছে সেটি হল চাইল্ড ওয়াল ফেয়ার পোস্টে। এবং অত্যন্ত ভালো পরিমাণের স্যালারিতে।

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন কিন্তু করা থাকতে হবে বিয়ে কিংবা সোশ্যাল ওয়ার্ক কিংবা সোশিয়লজি কিংবা সোসিয়াল সাইন্স অথবা LLB অথবা দুই বছর কোথাও গভারমেন্ট জব কিংবা এনজিও তে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা:-

এখানে আবেদন করতে হলে আপনি ২১ থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে

বেতন:-

চাইল্ড ওয়েলফেয়ার পোস্ট এর ক্ষেত্রে বেতনের পরিমাণ ₹23,170 টাকা পর্যন্ত।

পরবর্তী পোস্টটি:-

পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হয়েছে সেটি হল প্যারামেডিকেল স্টাফ নার্সের পদে।

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে আবেদন করতে হলে আপনার মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা কিংবা ফার্মাসী করা থাকতে হবে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন।

বেতন:-

এখানে ₹12,000 হাজার টাকা প্রতি মাসে স্যালারিতে নিয়োগ করা হচ্ছে।

Examination process :-

এই সব পরে আবেদন করার পর আপনার পরীক্ষার মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে তবে পরীক্ষার সিলেবাস জেনে নিন।

কাউন্সিলর পোস্ট:-

কাউন্সিলর পোস্ট এর ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের। যেখানে থাকবে ইংলিশ জি কে এবং ফিজিকোলজি।

এবং কম্পিউটার টেস্ট ১০ নম্বরের।

Viva test থাকবে 10 নম্বরের।

যাদের যাদের এখানে সর্বোচ্চ নম্বর থাকবে তারাই এই প্রশ্নের ক্ষেত্রে জয়েনিং নিতে পারবে।

প্যারামেডিকেল স্টাফ নার্স পোস্ট:-

প্যারামেডিকেল স্টাফ নার্স পোস্ট এর ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের। যেখানে থাকছে অসংখ্য ইংলিশ এবং ফাস্টেড নিয়ে।

কম্পিউটার টেস্ট হবে ১০ নম্বরের।

Viva টেস্ট হবে ১০ নম্বরের।

একই রকম ভাবে,

অফিস ইনচার্জ এবং চীফ অয়েলফেয়ার অফিসার, কাউন্সিলর পোস্ট :-

এই তিনটি পোস্টে ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় মোট নম্বর থাকবে ৮০ নম্বর।

তার সাথে অংক ইংলিশ জি কে এবং চাইল্ড ওয়েলফেয়ার মেটারস থাকছে।

কম্পিউটার টেস্ট হচ্ছে ১০ নম্বরে।

Viva টেস্ট হচ্ছে ১০ নম্বরে।

আবেদনের তারিখ:-

এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ২৪/৭/2023 তারিখ থেকে এবং

লাস্ট ডেট:-

১৬/৮/২০১৩ up to 5:00 PM পর্যন্ত।

পরীক্ষার তারিখ:-

২৭/০৮/২০২৩ এই তারিখে আপনার লিখিত পরীক্ষা হবে।

আবেদনের পদ্ধতি:-

এই সমস্ত পোষ্টের খেতে আবেদন করতে হলে আপনার আবেদন প্রক্রিয়ার সমস্ত অফলাইনের মাধ্যমে হবে। তবে অ্যাপ্লিকেশনের হার্ডকপি অফিসে গিয়ে জমা দিতে হবে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নিচের দেওয়া লোকেশনে।👇👇

District Child Protection Unit Basement Southern part, Room No-1 Office of the District Magistrate New Administrative Building Berhampore, Murshidabad West Bengal. Pin-742101

Required documents:-

এই সমস্যা পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হলে আপনার যা যার ডকুমেন্ট দরকার সেসব ডকুমেন্ট নিতে দেওয়া হল। 👇👇

1.Age proof:– Admit Card Registration Certificate/Pass Certificate of Madhyamik Pariksha or recognized equivalent examination

2. Proof of Residence:- Voter Card (EPIC) Aadhar card/Ration Card.3 Academic Qualification & Qualification in computer application: Self attested copy of Academic & relevant computer course certificates as specified in Table-A

4. কাস্ট সার্টিফিকেট লাগবে।

5. যদি আপনার কম্পিউটারের ডিপ্লোমা কিংবা অন্য কোন কিছু করার রয়েছে তাহলে সে সার্টিফিকেট দিতে পারবেন।

Official Application From:- Click Here

[postx_template id=”1679″]

Leave a Comment