Google Assistant: এর 17টি features হবে বন্ধ, এখান থেকে কোনটি ব্যবহার করছেন

বর্তমান দিনে google হলো বিশ্বের সবথেকে বড় এবং নামী গামি কোম্পানি । দিন দিন ইন্টারনেটের দুনিয়ায় রাজত্ব করে চলে যাচ্ছে google। সার্চ ইঞ্জিন এর প্রতিযোগিতায় google কাউকে টিকে থাকতে দেয় না। দিনের পর দিন এত নতুন নতুন features নিয়ে আসছে যা google ইউজারদের অবাক করে তোলে তাই গুগলকে সবাই পছন্দ করে। তাই google এদের মধ্যে 17 টি features বন্ধ করতে চলেছে কারণ এগুলির বর্তমানে এই ফিচার্স গুলির ব্যবহার বেশি হয় না এই কারণেই গুগল সিদ্ধান্ত নিল যে, এই features গুলি খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। তাই জেনে নিন এই features গুলির মধ্যে আপনি কোন ফিচারস টি ব্যবহার করছেন এবং তা বন্ধ হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব।

এই Google Assistant বৈশিষ্ট্য গুলি বন্ধ করা হচ্ছে।

1.আপনার ভয়েস দিয়ে Google Play Books এ অডিও বুক চালানো এবং নিয়ন্ত্রণ করা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2. Assistant Enabled ডিভাইস এ মিডিয়া, মিউসিক বা রেডিও এলাম সেট করা বা ব্যবহার করা।

3. Cooking recipe Books অ্যাক্সেস করা বা পরিচালনা করা, রেসিপি স্থানান্তর করা, নির্দেশমূলক রেসিপি ভিডিও চালানো বা ধাপে ধাপে রেসিপি দেখানো।

4. স্মার্ট ডিসপ্লে এবং স্পিকার গুলিতে একটি স্টপ ওয়াচ পরিচালনা করা।

5. আপনার google ফ্যামিলি গ্রুপে কল বা বার্তা সম্প্রচার করতে ভয়েস ব্যবহার করা।

Read More :- Tata Pay নেমে এলো Google Pay, Paytm এর সাথে প্রতিযোগিতায়😳

6. আপনার ভয়েস দিয়ে ইমেইল ভিডিও বা অডিও বার্তা পাঠানো হচ্ছে।

7. আপনার ভয়েস ব্যবহার করে google ক্যালেন্ডার ইভেন্ট গুলি পুনঃনির্ধারণ করা।

8. বিভিন্ন ফাংশনের জন্য গুগল ম্যাপে google assistant ড্রাইভিং মোডে অ্যাপ লঞ্চার ব্যবহার করা।

9. পূর্বে নির্ধারিত ফ্যামিলি বেল ঘোষণার সময়সূচী বা শুনতে বলা।

10. শান্ত হয়ে ধ্যান করতে বলছে।

11. Fitbit Sense এবং Versa 3 ডিভাইসে কার্যকলাপের জন্য ভয়েস নিয়ন্ত্রণ।

12. ঘুমের সারাংশ দেখা, Google স্মার্ট ডিসপ্লেতে একচেটিয়া।

13. Google Duo ব্যবহার না করলে স্পিকার এবং স্মার্ট ডিসপ্লে থেকে কল কলার আইডি দেখাবে না।

14. Smart Display তে পরিবেষ্টিত “কাজে যাতায়াত” সময় অনুমান দেখা।

15. Voice দ্বারা ব্যক্তিগত ভ্রমণ ভ্রমণপথ পরীক্ষা করা হচ্ছে.

16. আপনার পরিচিতি সম্পর্কে তথ্যের জন্য জিজ্ঞাসা.

17. ভয়েসের মাধ্যমে কিছু পদক্ষেপ নিতে বলা, যেমন Payment পাঠানো, রিজার্ভেশন করা বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা।

আপনি এখন কি করতে পারেন ?

গুগল যখনই কোন পুরনো ফিচারস বন্ধ করে তার আগে google নতুন ফিচারস নিয়ে চলে আসি তাই চিন্তার কোন বিষয় নেই এর আলট্রেনেটিভ ফিচারস পেয়ে যাবে। তবে আপনার কিছুটা সময় লাগতে পারে কিন্তু আপনি নতুন ফিচারস গুলি ব্যবহার করা শিখে যাবেন কারণ google যখন একটা নতুন ফিচারস নিয়ে আসে তখন google এটা মাথায় রাখে যেটি সবাই যাতে ব্যবহার করতে পারে।

তাহলে আজকে এখান থেকে যদি প্রতিদিন এরকম  খবর সবার আগে পেতে চাও তাহলে জুড়ে থেকো আমাদের সাথে।

Rate this post

Leave a Comment