Google অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একটি বড়সড়ো আপডেট ও বিশেষ সুখবর আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ লোকেশন শেয়ারিং ফিচারস এর সম্বন্ধে আপনার জানা আছে। সেখানে যেরকম কোন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের রিয়েল টাইম লোকেশন শেয়ার করা যায় তেমনি google maps এই ফিচারসটি নিয়ে হাজির হয়েছে। এখন google maps এর মাধ্যমে আপনি আপনার নিজের রিয়েল টাইম লোকেশন শেয়ার করতে পারবেন। এর জন্য আপনাকে কোন এক বা কোন ওয়েবসাইট এ যেতে হবে না বা ডাউনলোড করতে হবে না। এই ফিচার্সটি আপনি গুগল google ম্যাপ এর মাধ্যমে ব্যবহার করতে পারেন। তাহলে এই ফিচার্স টি আপনি কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
এই ফিচারস টি ব্যবহারের উপায় :
1. প্রথমে আপনি আপনার ফোনে Google Maps অ্যাপটি ওপেন করুন।
2. এরপর মেনু আইকনে ক্লিক করুন তারপর সার্চ বারে কন্টাক্টস সার্চ করুন।
3. তারপর আপনি যার সাথে নিজের লোকেশন শেয়ার করতে চাইছেন তার কন্টাক্টসটি নির্বাচন করুন।
4. কন্টাক্ট পেজে যাওয়ার পর আপনি লোকেশন শেয়ার অপশনটি পেয়ে যাবেন। এটিতে ক্লিক করুন।
5. তারপর আপনি কতক্ষণের জন্য লোকেশন শেয়ার করবেন তার সময়টি দিতে হবে যতক্ষণ পর্যন্ত শেয়ার করতে চাইছেন তত মিনিট সেট করতে পারেন।
6. এছাড়া আপনি যদি লোকেশন শেয়ার বন্ধ করতে চাইছেন তাহলে কন্টাক্ট সে ফিরে যান তারপর “শেয়ার করা বন্ধ করুন” অপশনটি পাবেন সেটি ক্লিক করুন।