আজকের আপডেটটি জাতীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবার নতুন করে কর্মী নিয়োগ শুরু হলো, যারা যারা আবেদন করার জন্য আগ্রহী এবং যারা যারা আবেদন করার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর শুরু হয়ে গেল স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সাই ক্রিয়াটিস নার্স কমিউনিটি নার্স মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ও চক্ষু সহকারী সহ বিভিন্ন পদে নিয়োগের নোটিশ প্রকাশ করা হলো। তোমরা রাজ্যের যেকোনো জায়গা থেকে হও না কেন তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমানা এবং কি কি ডকুমেন্টের দরকার রয়েছে সেই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকে আলোচনা করা হবে।
পদের নাম:-
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদের নাম হল clinical physicalist.
শিক্ষাগত যোগ্যতা:-
এইসব পদের ক্ষেত্রে আবেদন করার জন্য আপনার যা যা শিক্ষা গত যোগ্যতা লাগবে সেটি হল সাইকোলজি অথবা ক্লিনিকাল সাইকোলজিতে স্নাতকোত্তর degree অর্জন করা থাকতে হবে কিংবা অ্যাপ্লাইড সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি বা মেডিকেল এন্ড সোশ্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা থাকতে হবে তবেই আপনি এখানে আবেদনযোগ্য।
মাসিক বেতন:-
ক্লিনিকাল ফিজিকলজিস্ট পদের ক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ অনেকটাই ভালো তবে বেতন ₹30,000 টাকা।
বয়সের সীমা:-
এই পদের ক্ষেত্রে আবেদন করতে হলে আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
দ্বিতীয় পদের নাম:-
স্বাস্থ্য দপ্তর থেকে আরেকটি পদে নিয়োগ করা হবে সেই পথের নাম হলো community nurse.
শিক্ষাগত যোগ্যতা:-
এই পদের খেতে আপনার যদি GNM করা থাকে তবে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন:-
কমিউনিটি নার্স পদে মাসিক বেতনের পরিমাণ অনেকটাই ভালো রয়েছে তবে প্রতিমাসে ₹15,000/- টাকা।
বয়সের সীমা:-
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে তবেই তারা আবেদন করতে পারবে এবং এক জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হবে।
তৃতীয় পদের নাম:-
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে তৃতীয় পদে নিয়োগ করা আছে সেটি হল multi rehabilitation workers পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা:-
ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া যে কোনো হাসপাতালে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন:-
এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ₹18,000/- টাকা।
বয়সের সীমা:-
সরকারি নিয়ম অনুযায়ী আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবে আপনি এই পদের জন্য আবেদনযোগ্য তবে এক জানুয়ারি ২০২০ তারিখ অনুযায়ী আপনার বয়স ক্যালকুলেট করা হবে।
আবেদন পদ্ধতি:-
এইসব পদের ক্ষেত্রে আবেদন করার জন্য যারা যারা ইচ্ছুক এবং আগ্রহী হয়েছে তবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের আবেদন পদ্ধতির সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তবে আবেদন পত্রের প্রিন্ট আউট করে সেটা ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
Location:-
CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar
Application Fees:-
এইসব পদের ক্ষেত্রে আবেদন করার জন্য কিন্তু আপনার আবেদন ফ্রি লাগবে তবে general OBC, EWS দের জন্য ১০০ টাকা আর ST,SC,PWD দের জন্য ৫০ টাকা করে fees দিতে হবে।আবেদন ফি জমা করা যাবে
“DH&FWS NON NHM MOTHER A/C COOCH BEHAR” ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
Apply Last Date :-
৪ সেপ্টেম্বর, ২০২৩ থেকে।