রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য আজকে একটি দারুণ সুবর্ণ সুযোগ কারণ রাজ্যে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায় বেশ কিছু শূন্য পদে স্বাস্থ্য দপ্তরে চাকরিতে নিয়োগ। এই পদে যে কোন ভারতীয় নাগরিকসহ রাজ্যের যেকোনো চাকরিপ্রার্থী আবেদনযোগ্য তবে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আজকে প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।
Health Worker New Requirement 2024
পদের নাম:- রাজ্যে Honorary Health Worker পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা:- আগ্রহী চাকরির প্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য চাকরির প্রার্থীর অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে তবেই চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য এ ছাড়া আবেদনকারী যদি উচ্চতর যোগ্যতা থাকে তবে ও চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে পারবে।
মাসিক বেতন:- আগ্রহী চাকরিপ্রার্থী এই পদে চাকরি পেলে প্রতি মাসে ৪,৫০০ টাকা বেতন পাবে।
আরও পড়ুন:-Google Assistant: এর 17টি features হবে বন্ধ, এখান থেকে কোনটি ব্যবহার করছেন
বয়সের সীমা:- যারা যারা এরপরে আবেদন করতে চাইলেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন করার জন্য বয়স অন্তত 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তবে চাকরি-বাকরি বিপদে আবেদনযোগ্য।
আবেদন পদ্ধতি:- যারা যারা আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতির সম্পূর্ণরূপে অফ লাইনের মাধ্যমে করতে হবে তবে প্রথমে এর অফিসিয়াল নোটিশে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে তারপর সেটি ভালোভাবে ফিলাপ করে নিজের যাবতীয় ডকুমেন্টস সহ একটি মুখবন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটি নিচে দেওয়া হল। Health Worker New Requirement 2024
আবেদন পত্রের ঠিকানা:- BARANAGAR MUNICIPAL OFFICE, 87, Deshbandhu Road(E), Kolkata-700 035
Apply Last Date:- আবেদনকারী অবশ্যই ৩০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এই পদে আবেদন করতে পারবে।
Official website link:- Click Here
Official notice:- Download Now