আপনি কি SSC GD Constable এর জন্যে আবেদন করার জন্য ইচ্ছুক ? এবং কিভাবে আবেদন করবেন ?

 

আপনি কি SSC GD Constable এর জন্যে আবেদন করার জন্য ইচ্ছুক ? এবং কিভাবে আবেদন করবেন ?

সমস্ত বিস্তারিত তথ্য আমরা নিচে আলোচনা করেছি 👇

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

GD Constable আবেদন প্রক্রিয়া নিয়ে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন খবর জানা গেল। স্টাফ সিলেকশন কমিশন থেকে জানানো হলো যে কনস্টেবল GD পদে বর্তমানে Apply চলছে এবং তা আগামী 30 শে নভেম্বর পর্যন্ত চলবে। সেক্ষেত্রে আবেদনকারীদের বলা হচ্ছে যে নির্ধারিত সময়ের আগেই Apply করে নিতে।

SSC GD Constable Recruitment 2022:

 রাজ্যের শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই এই চাকরিটি পাওয়ার সুযোগ হয়ে দাঁড়াবে। কারণ স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফ থেকে প্রচুর সংখ্যক ছাত্রদের GD কনস্টেবল পদে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গের অন্তর্গত যতগুলি জেলা রয়েছে সব জেলা থেকে ছাত্র-ছাত্রীরা বা চাকরির প্রার্থীরা apply করতে পারবে । সব থেকে ভালো সুখবর হল শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আবেদন করা যাবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 

 

স্টাফ সিলেকশন কমিশন SSC GD কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কি রকম শিক্ষা গত যোগ্যতা দরকার, তাদের বেতন কত দেওয়া হবে, মিনিমাম বয়স কত, মোট সিটের সংখ্যা কত এবং Apply কিভাবে করা যাবে সমস্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে আমরা এখন আলোচনা করব। আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে আপনি শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিন যাতে আপনার সমস্ত Dought clear হয়ে যাক ।

SSC GD কনস্টেবল শিক্ষাগত যোগ্যতা ( SSC GD Constable Educational Qualification ) : 

আবেদনকারী যে কোন বোর্ডের হোক না কেন মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে।

SSC GD কনস্টেবল বেতন ( SSC GD Constable Salary ) :

GD কনস্টেবল পদে প্রত্যেক মাসে লেবেল ৩ অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। শুধুমাত্র NCB পদের ক্ষেত্রে লেভেল ১ অনুযায়ী ১৮০০০ থেকে ৫৬ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

SSC GD কনস্টেবল বয়সসীমা ( SSC GD Constable Age Limit ) :

আবেদনকারীর ন্যূনতম বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে কিন্তু ST ও SC দের জন্য 5 বছরের ছাড় এবং OBC দের জন্য 3 বছরে ছাড় দেওয়া হয়েছে, তাছাড়া অন্যান্যদের জন্য ও ছাড় দেওয়া হয়েছে।

SSC GD কনস্টেবল নিয়োগ পদ্ধতি ( SSC GD Constable 2022 Recruitment Process ) :

প্রার্থীদের নিম্নলিখিত কয়েকটি পর্যায় অনুসরণ করতে হবে।

  • কম্পিউটার বেসড এক্সামিনেশন (CBE) 
  • ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) 
  • ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) 
  • মেডিক্যাল এক্সামিনেশন। 
  • ডকুমেন্টস ভেরিফিকেশন। 

কম্পিউটার বোর্ড এক্সামিনেশন এর ফোন নম্বর হবে ১৬০। M.C.Q আকারের সমস্ত প্রশ্ন থাকবে টোটাল 80টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির পূর্ণমান 2 করে ।

SSC GD কনস্টেবল লিখিত পরীক্ষার সিলেবাস( SSC GD Constable 2022 Exam Syllabus ) :

—————————

কম্পিউটার বেসড এক্সামিনেশন বা (CBE) পরীক্ষার সিলেবাস 

(1) General Intelligence

and Reasoning প্রশ্নসংখ্যা20, প্রশ্নের মান40

(2) General Knowledge and General Awareness প্রশ্নসংখ্যা20, প্রশ্নের মান40

(3) Elementary Mathematics প্রশ্নসংখ্যা20 প্রশ্নের মান40

(4) English/ Hindi প্রশ্নসংখ্যা20 প্রশ্নের মান40

এই চারটি সাবজেক্ট থেকে মোট প্রশ্ন সংখ্যা 80 টা হবে এবং প্রশ্নের মোট নম্বর ১৬০ থাকবে।

———————————

পশ্চিমবঙ্গে SSC GD কনস্টেবল পরীক্ষার সেন্টার :

এসএসসি জিডি কনস্টেবল (SSC GD Constable) সেন্টারগুলি শিলিগুড়ি হাওড়া ও কলকাতা । পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা এই তিনটি সেন্টারের মধ্যে যেকোনো একটি সেন্টার বেছে নিতে পারে।

 

SSC GD কনস্টেবল আবেদন পদ্ধতি ও আবেদন ফি (SSC GD Constable 2022 Application Process and fees ) :

 1. প্রথমত আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে। 

2. তারপর সে ওয়েবসাইটটি আবার লগইন করতে হবে।

3. এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি স্ক্যান করে নিতে হবে এবং একটি পাসপোর্ট সাইজ ছবি JPEG ফরমেটে ৫০ KB মধ্যে হতে হবে।

4. এবং সর্বশেষে ১০০ টাকা ফি দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

    অফিসিয়াল ওয়েবসাইট :- https://ssc.nic.in/

5/5 - (1 vote)

Leave a Comment