শিকার কবিতা প্রশ্ন উত্তর M.C.Q & S.A.Q |শিকার কবিতা 2024

শিকার – M.C.Q 2024

 
 

১. ঘাস ফড়িং এর দেহের রং_________

   [ক] হলুদ
   [খ] সবুজ 
   [গ] নীল 
   [ঘ] ধূসর
 
Answer:- নীল

২. টিয়ার পালকের রং ________

   [ক] হলুদ
   [খ] সবুজ
   [গ] নীল
   [ঘ] ধূসর
 
Answer:- সবুজ

৩. আকাশে রয়েছে_______

   [ক] একটি তারা
   [খ] একটি পাখি
    [গ] একটি উড়োজাহাজ
    [ঘ] একটি বাদল
 
Answer:- একটি তারা।

৪. মিশরীয় মানুষের বুকে কি ছিল–

    [ক] একটি সোনার হার
    [খ] একটি মুক্ত
    [গ] রুপোর হার
    [ঘ] কিছুই ছিল না
 
Answer:- একটি মুক্ত

. হিমের রাতে শরীর অম রাখবার জন্য কারা আগুন জ্বালিয়েছিল—-

     [ক] আদিবাসীরা
     [খ] গ্রামের লোকেরা
     [গ] দেশোয়ালীরা
     [ঘ] শিকারিরা
 
Answer:- দেশোয়ালীরা

৬. সারারাত কারা মাঠে আগুন জ্বালিয়েছিল—

     [ক] আদিবাসীরা
     [খ] গ্রামের লোকেরা
     [গ] দেশোয়ালীরা
     [ঘ] শিকারিরা
 
Answer:-দেশোয়ালীরা

৭. সূর্যের আলোয় তার রং_______এর মত আর নেই

    [ক] সিঁদুরের মতো
     [খ] মোরগ ফুলের মত
     [গ] কুমকুম এর মত
     [ঘ] মচকা ফুলের পাপড়ির মত
 
Answer:-  কুমকুমের মতো

৮. সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে—-

    [ক] বৃষ্টির জল
    [খ] বন ও আকাশ
    [গ] শিশির ভেজা ঘাস
    [ঘ] কোনোটিই নয়
 
Answer:- বন ও আকাশ।

৯. হরিণটির রং কি রকম ছিল–

  [ক] কালো
   [খ] বাদামি
   [গ] হলুদ
   [ঘ] ধূসর
 
Answer:- বাদামি

১০. সারারাত হরিণটি কিসের অপেক্ষা করছিল—

    [ক] ভোরের
    [খ] তার সঙ্গিনীর
    [গ] সবুজ ঘাসের
    [ঘ] দিনের
 
Answer:- ভোরের

১১. সুগন্ধি ঘাস গুলি কিসের মত ছিল–

    [ক] মচকা ফুলের মত
    [খ] টিয়ার পালকের মত
    [গ] সবকটি
    [ঘ] বাতাবি লেবুর মত
 
Answer:- বাতাবি লেবুর মত।

১২. নদীর জল কিসের মত লাল হল—

   [ক] কুমকুমের মতো
    [খ] মচকা ফুলের পাপড়ির মত
    [গ] মোরগ ফুলের মত
    [ঘ] সূর্যের মতো
 
Answer:- মচকা ফুলের পাপড়ির মত।

১৩. আগুন জললো আবার—-

    [ক] শরীর গরম রাখার জন্য
    [খ] রান্নার জন্য
    [গ] হরিণের মাংস তৈরির জন্য
    [ঘ] সবকটি
 
Answer:- হরিণের মাংস তৈরির জন্য।   
 
 

                                   শিকার- S.A.Q ২০২৩

 

১. শিকার কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি?

Ans:- বনলতাসেন অথবা মহাপৃথিবী।
 
২. “সারারাত মাঠে আগুন জ্বালিয়েছে” -কারা সারারাত মাঠে আগুন জ্বালিয়েছে?
Ans:- দেশোয়ালীরা সারারাত মাঠে আগুন জ্বালিয়েছে ।
 
৩. স্বীকার কবিতায় পাড়াগাঁয়ের বাঁশত ঘরের মেয়েটিকে কোবির কি বলে মনে হয়েছিল?
Ans:- পাড়া গায়ের বাসর ঘরের মেয়েটিকে কবির গোধূলিরমদির বলে মনে হয়েছিল।
 
৪. সূর্যের আলোয় তার রঙ কুমকুম এর মত আর নেই কিসের রং?
Ans:-চুয়ালিদের জালানো  আগুনের রং।
 
৫. টিয়ার পালকের মত সবুজ কিসের রং?
Ans:-পেয়ারা ও নুনার গাছ টিয়ার পালকের মতো সবুজ।
 
৬. এখনো আকাশে রয়েছে কি রয়েছে?
Ans:-একটি তারা।
 
৭. আগুন জললো আবার আবার আগুন কেনো জ্বলল?
Ans:- হরিণের মাংস তৈরির জন্য।
 
৮. ভোরবেলা হরেনটি কি খেয়েছিল?
Ans:-  সুগন্ধি ঘাস।
 
৯. উষ্ণ লাল রংটি কিসের?
Ans:-হরিণের মাংসের
 
১০. সারারাত হরিণটি কোন কোন বনে ঘুরছিল?
Ans:- সুন্দরী থেকে অর্জুনের বনে।
 
১১. নদীর জল কিসের মত লাল হয়ে উঠলো?
Ans:- মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠলো।
 
১২. রোগা শালিকে হৃদয় বর্ণ টি কেমন?
Ans:-বিবর্ণ ইচ্ছে।
 
১৩. ভোরের আগুনের রং কেমন ছিল?
Ans:-মোরগ ফুলের মতো লাল ছিল।
 
১৪. দেশোয়ালীরা কিভাবে আগুন জ্বালিয়েছিল?
Ans:- শুকনো অসথ পাতা দুমড়ে তারা আগুন জ্বালিয়েছিল।
 
 
4.3/5 - (6 votes)

Leave a Comment