ICMR এ চাকরিতে নিয়োগ 2023 মাধ্যমিক পাশের যোগ্যতায় আবেদন করুন

রাজ্যে সকল চাকরিপ্রার্থীদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তাদের জন্য আজকে একটি বিরাট খুশির খবর নিয়ে হাজির হয়েছি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ দপ্তরের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যারা যারা এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায় তারা এ পদে আবেদনযোগ্য এবং এর পদে যেকোনো ভারতীয় নাগরিকসহ রাজ্যের যে কোন চাকরির প্রার্থী এই পদে আবেদনযোগ্য তবে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন সহ আরো বিস্তারিত তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।

পদের নাম:-

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant) পদে নিয়োগ করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোট শূন্যপদ:-

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের মোট 60টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:-

যারা যারা এই পদে আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করতে হলে আপনার microbiology, biotechnology, biochemistry, bioinformatics, biomedical engineer, instrumentation engineer, clinical pharmacology, medical lab technology, এইসব বিষয় নিয়ে স্নাতক ডিগ্রী অর্জন করা থাকলে চাকরির প্রার্থীরা এই পদে আবেদনযোগ্য।

মাসিক বেতন:-

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলে মাসিক বেতনের পরিমাণ প্রতি মাসে ₹35,000/- টাকা থেকে ₹1,12,000/- হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

বয়সের সীমা:-

আবেদনকারীর বয়স অন্তত ১৮ থেকে ৩০ বছরের মধ্য হতে হবে তবেই চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য।

পদের নাম:-

ল্যাবরেটরী এটেনডেন্ট (Laboratory Attendant) পদে নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদ:-

ল্যাবরেটরি এটেনডেন্ট পদে মোট 13 টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:-

এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর অবশ্যই যে কোন স্বীকৃতি বিদ্যালয়ের থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং এর সাথে সাথে সংশ্লিষ্ট কাজের পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে তবে চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য।

মাসিক বেতন:-

এই পদে চাকরি পেলে প্রতি মাসে ₹১৮,০০০/- হাজার টাকা থেকে ₹৫৬,০০০/- হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।বয়সের সীমা:- আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে তবেই চাকরি প্রার্থীর পদে আবেদনযোগ্য।

আবেদন পদ্ধতি:-

যারা যারা এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতির সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে করতে হবে তবে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আবেদন পত্রটি ঠিকঠাকভাবে ফিলাপ করে নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট যেরকম বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ ইত্যাদি প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন fees:-

যারা যারা এরপদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে আরেকটা বিশেষ কথা বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আপনার কিন্তু আবেদন fees দিতে হবে তবে আবেদনকারী কে ৩০০ টাকা করে fees দিতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর কোন আবেদন fees লাগবে না।

Apply Last Date:-

৮ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চাকরির প্রার্থী এ পদে আবেদন করতে পারবে।

Job News:- View Now

Official Website Link:- Apply Now

official Notice:- Download Now

Leave a Comment

x