Ans:- মানব জীবনের ওপর কাজ ভূমিরূপ এর প্রভাব গুলি দু দিক থেকে আলোচনা করা যেতে পারে যথা অনুকূল প্রভাব ও প্রতিকূল প্রভাব।
১. অনুকূল প্রভাব:—
i. পানীয় জল সরবরাহ:- কাস্ট অঞ্চলে অপ্রবেশ্য স্তরের ওপর প্রবেশ্য চুনাপাথরের স্থায়ী ভৌম জলের ভান্ডার গড়ে ওঠে, এবং ফ্রান্স, হাঙ্গেরি, পূর্বতন যুগশ্লোবিআই, পানীয় জলরূপে ব্যবহৃত হয়।
ii.পশু পালন:- কাস্ট অঞ্চলে নদীর সংখ্যা খুব কম থাকার কারণে কিংবা বেশিরভাগই নদী ভূগর্ভে চলে যায় বলে এই অঞ্চলে কৃষিকাজ কেমন উন্নত না। তবে এই অঞ্চলে নিকৃষ্ট তৃণ জন্মায় বলে এই অঞ্চলের পশুপালন ব্যবস্থার উন্নতি ঘটেছে।
iii. খনির সম্পদ:- কাস্ট অঞ্চলের প্রধান প্রধান খনিজ সম্পদ গুলি হল চুনাপাথর, ডলোমাইট, চক, মার্বেল, বক্সাইট। এইসব খনির সম্পদের প্রাচুর্যের জন্য একদিকে যেরকম কর্মসংস্থানের সুযোগ রয়েছে তেমনি খনিশিল্পেও বিশেষ উন্নত রয়েছে।
iv. পর্যটন শিল্প:- কাস্ট অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য ও অভ্যন্তরীণ নয়নাভিরাম ভাস্কর্য পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে।যেমন— অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকা, উত্তরাখণ্ডের তপকেশ্বর গুহা।
২. প্রতিকূল প্রভাব:-
i. পরিবহন ব্যবস্থা:- কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠে নানান ছোট বড় আকৃতির গর্ত সৃষ্টি হয় ফলে এইসব অঞ্চলে পরিবহন ব্যবস্থা গড়ে তোলা অসুবিধা জনক।
ii. জনঘনত্ব:- কাস্ট অঞ্চলের জনবসতি বেশ কম দেখা যায়, প্রস্রবণের নিকটস্থ অঞ্চলে কিছু কিছু জনবসতি গড়ে ওঠে তবে কৃষি কাজ ও অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে কাস্ট অঞ্চল মূলত জনবিরল থাকে।
iii. জল সংকট:- বৃষ্টিপাতের সব জল চুয়ে অভ্যন্তরে প্রবেশ কড়াই ভূপৃষ্ঠীয় জলপ্রবাহ বিশেষ থাকেনা। ফলে দৈনন্দিন জলের অভাব ঘটে। ভোমজল সালফেট, ফসফেট দূষণ ঘটে।