ভারতীয় রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে ভারতীয় রেলের টিকিট কাউন্টারে সেলার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বিশেষ সুযোগ যে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে তবে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।
পদের নাম:-
ভারতীয় রেলওয়ে দপ্তরের তরফ থেকে Halt Contractor পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন পদ্ধতি:-
যারা যারা এরপরে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আপনার প্রথমে আবেদন পত্র নির্ভুলভাবে ফিলাপ করে তারপর জরুরি নথিপত্র একত্রিত করে এদের নির্দিষ্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
সিকিউরিটি fees:-
আবেদনকারীদের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলা হচ্ছে যে এই পদে একবারে দুই হাজার টাকা সিকিউরিটি মূল্য জমা দিতে হবে হল্টের দায়িত্ব নেওয়ার জন্য।
মাসে কমিশনের পরিমাণ:-
Halt কন্ট্রাক্টার পদে মাসি কমিশনের পরিমাণের তালিকা নিচে দেওয়া হল।
Location:-
Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building,Room No.44, Kaizer Street, Kolkata -700014
Apply Last Date:-
19 অক্টোবর ২০২৩ সালে পর্যন্ত আবেদনকারী এই পদে আবেদন করতে পারবে।
আবেদনকারীদের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলা হচ্ছে যে এই পদে আবেদন করার আগে এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার ভালোমতো করে দেখে আর পড়ে নিয়ে তারপর আবেদন করুন।
Official Notice:- Click Here
Official Website Link:- Apply Now
Job News:- Visit Now