চিনের ওপর আরােপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও।

Answer:-

 ভূমিকা:-

        ১৮৩৯ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দের মধ্যে চীনে কিং ও চী্ং বংশের শাসনকালে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান প্রভৃতি বহিরাগত শক্তি গুলি তাদের সামরিক শক্তিকে কাজে লাগিয়ে চীনকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে। এবং সে দেশে নিজের অর্থনৈতিক ও সামরিকত্বের প্রসার ঘটায় প্রায় প্রতিটি যুদ্ধে চীনকে পরাজিত করে তার ওপর১১ শোষণ মূলক সন্ধি বা চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তিগুলি সাধারণভাবে অসম চুক্তি বা বৈষম্য মূলক চুক্তি নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিকরা চীনের ওপর আরোপিত যে সমস্ত অসম চুক্তি গুলি আলোচনা বা উল্লেখ করেছেন সেগুলি নিম্নরূপ————–

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

[১] নানকিং এর চুক্তি:-

         ১৮৪০ খ্রিস্টাব্দে চীন ও ইংল্যান্ডের মধ্যে প্রথম আফিমের যুদ্ধ হয়। এই যুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে জয়লাভ সম্ভব নয় বুঝতে পেরে চীন ব্রিটেনের সঙ্গে ১৮৪২ খ্রিস্টাব্দে ২৯ শে আগস্ট নানকিং এর চুক্তি স্বাক্ষর করে, এই চুক্তির দ্বারা—–

      [ক] চীন হংকং বন্দরটি ইংল্যান্ড কে ছেড়ে দেয়।

[খ] ক্যান্টন সাংহাইড এমন খোঁচাও নিগ্রো এই পাঁচটি বন্দর ইউরোপীয়দের বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়।

[গ]  কোহং প্রথা বাতিল হয় এবং চীনের সব জায়গায় ইংরেজ বণিকদের পন্য ক্রয় ও বিক্রয় এর অধিকার স্বীকৃত হয়।

[২] বগের অসম চুক্তি:-

ব্রিটিশ সরকার নামকিং এর চুক্তির অল্প কিছুকাল পর 1843 খ্রিস্টাব্দে ৮ ই অক্টোবর চীনের ওপর বগের সন্ধি নামে আরেকটি অসময় চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তির দ্বারা——

    [ক] ব্রিটেন চীনের অতীর রাষ্ট্রের অধিকার লাভ করে।

    [খ] চীন অন্য কোন বিদেশী রাষ্ট্রকে ভবিষ্যতে যেসব সুযোগ-সুবিধা দেবে সেগুলি ব্রিটেনকেও দিতে রাজি হয়।

[৩] ওয়াংকিয়ার অসম চুক্তি:-

মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল চীনের কাছ থেকে বাণিজ্যিক সুযোগ-সুবিধা লাভের জন্য ১৮৪৪ খ্রিস্টাব্দে চীনের ওপর ওয়ান কেয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তির দ্বারা–——

     [ক] মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে বিভিন্ন অতি রাষ্ট্রের সুযোগ সুবিধা লাভ করে।

     [খ] চীনের চুক্তি বন্দর গুলিতে বসবাসকারী বিদেশীরা আইনগত ও বিচার বিভাগীয় ,পুলিশ সংক্রান্ত এবং কর সংক্রান্ত বিষয়ে স্বাধীনতা লাভ করে।

[৪] আমুরে অসম চুক্তি:-

১৮৫৮ খ্রিস্টাব্দে রাশিয়া চীনকে বাধ্য করেছিল এই সন্ধি স্বাক্ষর করতে। এর শর্ত দ্বারা স্থির হয়——

 [ক] আমুর নদীর  উত্তর দিকে সমস্ত চিনা জমিতে রাশিয়ার কর্তৃত্ব স্থাপিত হবে।

 [খ] রাশিয়ার বাণিজ্যের জন্য চীন ওর্গা ও কাশগড় উন্মুক্ত করে দেবে।

[৫] টিত্রমসিনের অসম চুক্তি:-

            দ্বিতীয় আফিমের যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্স এর কাছে চীন পরাজিত হয়। এবং ১৮৫৮ খ্রিস্টাব্দে টিত্রমসিনের অসম চুক্তি স্বাক্ষরিত করতে বাধ্য হয় এই চুক্তির দ্বারা——
       [ক] বিদেশি বণিকদের জন্য চীনকে আরও ১১ টি বন্দর খুলে দিতে হবে

  [খ] আফিম ব্যবসাকে আইনসম্মত করতে হবে।

 [গ] বিদেশি ধর্ম প্রচারকরা চীনের সমস্ত জায়গাতে ধর্ম প্রচারের অধিকার পাবে।

[৬] পিকিং এর অসম চুক্তি:-

            চীন সম্রাট সিং ফিং টিএনসিনের সন্ধির অনুমোদন করতে তাল বাহানা করলে চীন সম্রাট এর ভাই কুম ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে পিকিং এর সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই সন্ধির শর্ত অনুসারে——

  [ক] টিএমসিং বিদেশিদের জন্য উন্মুক্ত হয়।

      [খ] ব্রিটেন চীনের কাওলুন উপাধি লাভ করে।

   [গ] চীন ৮ মিলিয়ন টেইল ক্ষতিপূরণ দেবে বলে জানিয়ে দেয়।

মূল্যায়ন:-

   অসময় চুক্তি গুলির মধ্যে ব্রিটেন, ফ্রান্স, জাপান ও আমেরিকা, যে অতি রাষ্ট্রের সুবিধা গুলি লাভ করেছিল তা 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত বজায় ছিল। তবে রাশিয়া ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবকালে চীনের কাছ থেকে পাওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা গুলি ত্যাগ করে অনুরুপ ভাবে চীনের সাথে চুক্তির মাধ্যমে 1997 সালে ম্যাকাও এর উপর তার দাবি ত্যাগ করে।
5/5 - (1 vote)

Leave a Comment