কুমেরুতে Chandrayaan 3 নামার কারণ জানালেন ISRO এর প্রধান কি বললেন জেনে নিন।

কথাটা বুঝতে গেলে মহাকাশ বিজ্ঞানীদের এটাই স্বপ্ন থাকে যে মহাকাশকে তারা ভালোভাবে জানতে পারে আরো বিভিন্ন বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং মহাকাশের যা রহস্য রয়েছে সমস্ত কিছু জানার জন্য তারা প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করে থাকে এবং সেটা আমাদেরও ইচ্ছা আছে যে আমরাও মহাকাশের কথা আরো জানতে পারি এবং তা নিয়ে পড়তে পারি। যাতে আমরা ভবিষ্যতে পৃথিবী ছাড়া আরও অন্যান্য গ্রহকেও বাসযোগ্য করতে পারি যাতে সেইসব গ্রহেও মানুষ থাকতে পারে এই জন্য বিজ্ঞানীরা প্রতিদিন প্রতি মুহূর্ত সেই চেষ্টায় থাকে যাতে নতুন কিছু রহস্য দুনিয়ার সামনে বেরিয়ে নিয়ে আসতে পারে। তাই বিজ্ঞানীদের এটাই ভেবেছে যাতে মহাকাশে বহুদূর পাড়িয়ে দেওয়ার জন্য একটা স্টেশন দরকার যেখানে তারা থেকে রেস্ট করবে আবার সেখান থেকে মহাকাশের সম্বন্ধে আরো ভালোভাবে গবেষণা করতে পারবে সেই জন্য থাকার এবং গবেষণা করার জন্য স্টেশন বানাতে চাই।

তাই বুধবার ISRO জানালেন যে চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করায় ভারত লক্ষ্য পূরণের এক ধাপ এগুলো। এবং ভারতকে গর্বিত করে তুলল আমাদের এই বিশ্বের কাছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মহাকাশে গবেষণার জন্য চাঁদকে মহাকাশ বিজ্ঞানীরা বিশ্রাম ক্ষেত্র বানানোর জন্য প্রথম ধাপ এগিয়ে গেল ভারতের চন্দ্রযান -৩।

বুধবার সন্ধ্যেবেলায় ইসরো জানালেন একটি বিরাট খুশির খবর যে চন্দ্রযান-৩ চাঁদের বুকে নামতে সফল হয়েছে। এবং বৃহস্পতিবার ভোর বেলা থেকে চাঁদে হাঁটাচলা শুরু করেছে চন্দ্রযান। ইসরোর প্রধান সোমানাথ বৃহস্পতিবার দুপুরে এক সাক্ষাতে সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন যে কেন চন্দ্র যান অবতরণের জন্য দক্ষিণ মেরুই দেশে নেওয়া হল।

সোমনাথ জানালেন আমরা চাঁদের দক্ষিণ মেরু থেকে ৭০ ডিগ্রি দূরে অবতারণ করছি। এই কথা মানছি যে চাঁদের দক্ষিণ মেরুতে আলো নেই অন্ধকার পরিবেশ কিন্তু তার সত্বেও এখানে নামার অনেক কারণ রয়েছে। এরমধ্যে সব থেকে বড় কারণ হলো, চাঁদের এই এলাকায় মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তাছাড়া জলের খোঁজ তো বটেই হবে তার ছাড়া সেখানে ভূমিকম্পের মাত্রা মাটিতে থাকা রাসায়নিক নিয়ে এমন কি খনিজ পদার্থের সন্ধানে চলবে। এছাড়া মানুষ চাঁদে যেতে চাই আর সেখানে মহল্লাও বানাতে চাই। আর তার সাথে সাথে এটাও বললেন যে তারা ছাদে থাকার জন্য সেরা জায়গা খোঁজার চেষ্টায় রয়েছে। এবং চাঁদের দক্ষিণ মেরুতে তেমন জায়গা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।চাঁদে আগামী দিনের মানুষ বসবাস করতে পারে এই জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে বিজ্ঞানীরা তাছাড়া সৌরজগতের অন্যান্য গ্রহ যেমন মঙ্গল শুক্র বৃহস্পতি তে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা তাই তারা চাঁদকে একটা মহাকাশ স্টেশন হিসাবে ব্যবহার কথা ভেবেছেন বিজ্ঞানীরা। তাই চন্দ্রজানকে নিয়েই প্রথম ধাপ বাড়ানো ISRO এর বিজ্ঞানীরা এবং ভারতবাসী। আনন্দবাজার পত্রিকায়।

5/5 - (2 votes)

Leave a Comment

x