স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা কি?
Ans:- স্থানীয় জনসাধারণের দ্বারা যখন কোনো জেলা, গ্রাম ও শহর প্রভৃতি মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তখন সেই শাসন ব্যবস্থা কে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলে।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কবে প্রণীত হয় ?
Ans:- 1973 সালে।
পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে ?
Ans:- 1978 সালে।
সংবিধানের কত নং ধারায় পঞ্চায়েতের সম্পর্কে বলা হয়েছে ?
Ans:- 40 নং ধারায়।
সংবিধানের কততম তপোসিলে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে ?
Ans:- 11 তম তফসিলে।
পঞ্চায়েত ব্যবস্থার ধারণাটি কার মস্তিষ্ক থেকে প্রস্তুত ?
Ans:– মহাত্মা গান্ধী।
ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির সুপারিশে গড়ে ওঠে ?
Ans:- বলবন রায় মেহেতা কমিটির সুপারিশে।
পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার বিভাগগুলি কি কি ?
Ans:- গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ।
গ্রামীন স্বায়ত্তশাসন ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?
Ans:- জেলা পরিষদ।
গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি ?
Ans:- গ্রাম পঞ্চায়েত।
গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স দরকার ?
Ans:- 21 বছর।
গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?
Ans:- 5 বছর।
গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত ?
Ans:- 5-30 জন।
পঞ্চায়েত নির্বাচন কে পরিচালনা করেন ?
Ans: – রাজ্য নির্বাচন কমিশন।
গ্রাম প্রধান ও পঞ্চায়েতের উপপ্রধান কিভাবে নির্বাচিত হয় ?
Ans:- গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় উপস্থিত সদস্যদের দ্বারা।
গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহবান করেন ?
Ans:- B.D.O ।
গ্রাম পঞ্চায়েতে প্রথম সভায় কে সভাপতিত্ব করেন ?
Ans:- গ্রাম প্রধান।
গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে ?
Ans:- B.D.O বা ব্লক উন্নয়ন অধিকারী।
গ্রাম সভা কি ? / গ্রাম সভা কিভাবে গঠিত হয় ? / গ্রাম সবার সদস্য কারা ?
Ans:- প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতা কে নিয়ে গ্রাম সভা গঠিত হয়।
পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সুরক্ষিত থাকে ?
Ans:- 50 শতাংশ।
গ্রাম সংসদ অধিবেশন কবার অনুষ্ঠিত হয় ?
Ans:- বছরে ২ বার।
গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন কবে কবে বসে ?
Ans:- বার্ষিক অধিবেশন মে মাসে বসে এবং সন্মাসিক অধিবেশন নভেম্বর মাসে।
গ্রাম সংসদ কি ? / গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় ? /গ্রাম সংসদের সদস্য কারা ?
Ans:- প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচন এলাকার ভোট দাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়।
গ্রাম সবার অধিবেশন বছরে কবার বসে ?
Ans:- ১ বার ( ডিসেম্বর মাসে)।
খুদে জেলা শাসক কাকে বলে ?
Ans:- S.D.O বা মহকুমা উন্নয়ন অধিকারী।
কততম সংবিধান সংশোধন গ্রামীণ স্বায়ত্ত শাসনের সঙ্গে যুক্ত ?
Ans:- 73 তম ( 1992 সালে সংশোধিত হয় )।
গ্রাম পঞ্চায়েতের বাজেট কে অনুমোদন করে ?
Ans:- পঞ্চায়েত সমিতি ।
পঞ্চায়েত সমিতির প্রধান কে কি বলে ?
Ans:- সভাপতি।
পঞ্চায়েত সমিতির বাজেট কে অনুমোদন করে ?
Ans:- জেলা পরিষদ।
জেলা পরিষদের প্রধান কে কি বলে ?
Ans:- সভাদিপতি।
জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে ?
Ans:- রাজ্য সরকার।
গ্রাম সভায় কে সভাপতিত্ব করেন ?
Ans:– গ্রাম প্রধান , এবং তার অনুপস্থিতিতে উপপ্রধান।
জেলা প্রশাসনের প্রধান পদের নাম কি ?
Ans:- DM বা জেলা শাসক।- রাজ্য সরকার।
গ্রাম সভায় কে সভাপতিত্ব করেন ?
Ans:- গ্রাম প্রধান , এবং তার অনুপস্থিতিতে উপপ্রধান।
জেলা প্রশাসনের প্রধান পদের নাম কি ?
Ans:- DM বা জেলা শাসক।
পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে ?
Ans:– B.D.O বা ব্লক উন্নয়ন অধিকারী।
পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে ?
Ans:- সভাপতি।
ন্যায় পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত ?
Ans:- 5 জন।
ভারতের সর্বনিম্ন আদালত কোনটি ?
Ans:- ন্যায় পঞ্চায়েত।
ন্যায় পঞ্চায়েত কি ?
Ans:– গ্রামীণ স্তরে ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারি মামলা বিচারের জন্য গঠিত আদালতকে ন্যায় পঞ্চায়েত বলে।
গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখ ?
Ans:- i. কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান।
ii. ঘর-বাড়ি ,জমি এবং খাজনা বা কর থেকে আদায়কৃত অর্থ।
ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম কি ?
Ans:- পঞ্চায়েত সমিতি।
পঞ্চায়েত সমিতির এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয় ?
Ans:– 2 ভাগে যথা— দেওয়ানী এখতিয়ার ও ফৌজদারি এখতিয়ার ।
গ্রাম পঞ্চায়েতের দুটি স্বেচ্ছাধীন কাজ লেখো?
Ans:- i. রাস্তাঘাটে আলোর ব্যবস্থা করা।
ii. লাইব্রেরী ও পাঠাগার স্থাপন করা।
পৌরসভার সদস্যদের কি বলে ?
Ans:- Councelar বলে ।
পৌরসভার প্রধানকে কি বলে ?
Ans:- চেয়ারম্যান।
জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে ?
Ans:- D.M ।
জেলা পরিষদের প্রধান কর্মকর্তা কে ?
Ans:- সভাদিপতি।
জেলাশাসকের যেকোনো দুটি কাজ লেখো ?
Ans:- i. জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা।
ii. জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারদের কাজে তত্ত্বাবধন করা।