পৌরসভায় গ্রুপ C নিয়োগ শুরু হলো 2023 শুরুতেই বেতন ₹22,000

হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে রাজ্যে শুরু হলো আবার পৌরসভার তরফ থেকে নিয়োগ। এবং অত্যন্ত ভালো পরিমাণের স্যালারিতে এবং স্থায়ী পদে এটি সরকারি চাকরি তবে যারা যারা ইচ্ছুক এখানে আবেদন করতে পারেন এবং এখানে আবেদন করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে এবং কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে এবং আবেদন শুরু হবে কবে সমস্যা তত্ত্ব বিস্তারিতভাবে আমরা আলোচনা করব।

পদের নাম:-

পৌরসভার তরফ থেকে যা যা পদে নিয়োগ করা হচ্ছে সেই পদের নাম গুলি আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব এবং সেখানে যোগ্যতা কি লাগবে সমস্ত তথ্য আলোচনা করব।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথম পদ:-

প্রথম যে পথ সেটি হল ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে যারা যারা ল্যাব টেকনিশিয়ান করা আছে তারা এখানে আবেদন যোগ্য।

পরীক্ষার পদ্ধতি:-

ল্যাব টেকনিশিয়ান পদে আপনাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে তবে এখানে লিখিত পরীক্ষায় নম্বর থাকবে ৮৫ এবং কম্পিউটার টেস্ট হবে ১৫ নম্বরের।

বেতন:-

ল্যাব টেকনিশিয়ান পদে বেতনের পরিমাণ অনেকটাই ভালো রয়েছে প্রায় ২২,০০০ হাজার টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে।

Selection Process:-

তবে এখানে আরেকটা কথা বলা আছে এখানে যা লিখিত পরীক্ষা হবে সেখানকার নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট করা হবে।

তাছাড়া এখানে 1:10 Retio তে ডাকা হবে অর্থাৎ একটি ভেকেন্সি থাকলে সেখানে ১০ জন।

এবং এখানে ১৫ নম্বরের কম্পিউটার টেস্ট হবে সমস্ত নম্বর জুড়ে যাদের যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা এই পোষ্টের জন্য জয়েনিং নিতে পারবে।

Age limit:-

এখানে আবেদন করতে হলে আপনি ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারেন তবে আপনার বয়স 01.01.2023 তারিখ থেকে ক্যালকুলেট করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

পৌরসভা নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথমত আপনার উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং টেকনিক্যাল কোর্স মেডিকেলের তরফ থেকে (DMLT) করা থাকতে হবে তবে আপনি এখানে আবেদনযোগ্য।তাছাড়া এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার বেশি কম্পিউটার নলেজ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ:-

পৌরসভায় কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ হল 07/08/2023 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:-

ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করার পর দরকারি সমস্যা ডকুমেন্ট এটাচ করে ফর্মটি সহ আপনাকে নিচের দেয়া লোকেশনে অফিসে গিয়ে জমা দিতে হবে তাছাড়া এখানে পোস্ট অফিসের দ্বারা কোন ফর্ম জমা নেওয়া হবে না এখানে আপনাকে নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। অফিসের লোকেশন নিচে দেওয়া হল।

Required documents:-

1.Mark sheets & pass certificates of the essential academic qualification Le Higher

2.Secondary passed [10-23 from a recognized Board/Institute or its equivalent Diploma in Medical Laboratory Technology recognised by the West Bengal State Medical Faculty/ AICTE

Age Proof of Certificate (Madhyamik or equivalent examination certificate)

Computer Course Certificate

Caste Certificate

Photo proof Identity card & proof of Address (Passport/Voter ID/Aadhaar Cand) e) No rounding off of marks will be granted. Proportionate marking upto 2 declinal pouits will be considered

The decision of the competent authority regarding the engagement will be final The Kalkata City NUHM Society reserves the right to change/modify any/all of the above conditions.

Location:-

The eligible candidates are requested to submit their application in a sealed envelope addressed to

“Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society CMO Bldg. 5, S.N.Banerjee Road, Kolkata-700013, The sealed envelope should be submitted in the drop box in front of room no 254 2 floor of CMO Bldg.

Official website link:- Click Here

[postx_template id=”1679″]

Leave a Comment