রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুখবর শুরু হয়ে গেল Oasis Scholarship এর আবেদন প্রক্রিয়া। মাত্র ৩০% নাম্বার পেলে করতে পারবে আবে স্কলারশিপ এর তাই বন্ধুরা বলা হচ্ছে যে এই স্কলারশিপে আবেদন করতে হলে তোমাদের এখানে নাম্বার যতটুকু হোক সেটা প্রয়োজন না এখানে শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে তবে তোমরা এই স্কলারশিপ আবেদন করার পর কত টাকা পাবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং আবেদন করলে তোমরা কিভাবে লাভবান হতে পারো এই নিয়ে আমরা সম্পূর্ণ তথ্য আলোচনা করব।
আবেদন প্রক্রিয়া:-
Oasis Scholarship এ আবেদন কিভাবে করবে এই নিয়ে এখন আলোচনা করব প্রথমত বলে রাখি Oasis Scholarship এ আবেদন করতে হলে তোমার সর্বপ্রথম কাস্ট সার্টিফিকেট থাকা দরকার তুমি SC হও কিংবা ST হও অথবা OBC হও এ যাই হোক না কেন তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকা জরুরি যদি কার সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। তবে এখানে আবেদন করতে হলে আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে এবং তারপর তোমাকে অনলাইনের আবেদনপত্র BDO অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
Required documents:-
আবেদন করার জন্য যা যা ডকুমেন্ট লাগবে সেই নিয়ে আলোচনা করব তবে আবেদন করতে হলে আপনার প্রথমত এক কপি পাসপোর্ট সাইজ হাফ ফটো লাগবে এবং কাস্ট সার্টিফিকেট লাগবে এবং Barth Certificate আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড আর মার্কশিট কপি লাগবে। এই সমস্ত কপি অ্যাটাচ করে আপনাকে বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তারপর সেখানে ভেরিফিকেশন করা হবে।
এ স্কলারশিপে টাকা কত দেওয়া হবে ?
Oasis Scholarship এ এই স্কলারশিপে আবেদন করার পর আপনার যা টাকা ব্যাংকে দেওয়া হয় আপনি যদি প্রিম্যাট্রিক্স থাকেন তাহলে বাৎসরিক 3,000 থেকে 6,000 টাকা দেওয়া হয়।তবে আপনি যদি পোস্টমেটিভ হয়ে থাকেন এবং হোস্টেলে পড়াশোনা করেন তাহলে আপনার বাৎসরিক 8,000 থেকে 10,000 হাজার টাকা করে দেওয়া হয়।তবে এই স্কলারশিপে আবেদন করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে নিচে এর অফিসিয়াল ওয়েবসাইট এর লিংকটি দেওয়া হল।
Official Website Link:- Click Here
[postx_template id=”1679″]