রাজ্যে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই বছর মানে ২০২৪ এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে একটা বিশেষ কথা
Pratibedana Racana Chandrayaan 3
চন্দ্রযান ৩ নিয়ে প্রতিবেদন রচনাটি লেখা হয়েছে কারণ এটি এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন 90% আসার চান্স রয়েছে।
চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস রচনা করলো চন্দ্রযান ৩
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৪ শে আগস্ট: মহাকাশে দীর্ঘ ৪০ দিনের যাত্রা করার শেষে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান ৩ চাঁদের বুকে অবতরণ করতে সফল হয়েছে। যা সমগ্র বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল হয়ে “এলিট স্পেস ক্লাবে” জায়গা করে দিল। সমগ্র ভারতবাসীর স্বপ্ন এবং ইচ্ছা ছুয়ে নিল চাঁদের মাটি।
কয়েক বছর আগে মানে ২০১৯ সালে চাঁদের মাটিতে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গিয়েছিল চন্দ্র যান ২ , তাই সমস্ত ভুল ত্রুটি কোথায় হয়েছিল তা বুঝতে পারে ISRO এর অভিজ্ঞ সাইন্টিস্টরা এবার সমস্ত ভুল ত্রুটি ধরতে পেরে ISRO চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করে। তাই ২৩ শে আগস্ট বুধবার সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে চন্দ্রযান ৩ সফলভাবে অবতরণ করিয়ে ইতিহাস রচনা করলো ইসরো। ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো মাত্রই উচ্ছ্বাসে মাতল গোটা ভারত। বিশাল খুশি এবং উত্তেজনা, জয়ধ্বনি ও আতশবাজির মুখরিত হলো সমগ্র ভারতবর্ষ। ইসরো এর চেয়ারম্যান ‘এস সোমানাথ’ ঘোষণা করলেন ” সফট ল্যান্ডিং করতে পেরেছে চন্দ্রযান ৩”। এখনো পর্যন্ত কিন্তু সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চাঁদের মাটিতে সঠিকভাবে পদার্পণ করতে সফল হয়েছিল কিন্তু চন্দ্রযান ৩ সফল ভাবে পদার্পণ করার পর চতুর্থ স্থান অধিকার করে উজ্জ্বল করল গোটা ভারতের মুখ।