সরকারি দপ্তরে Group C কর্মী নিয়োগ 2023 জেনে রাখুন আবেদন পদ্ধতি।

রাজ্যের সমস্ত চাকরির প্রার্থীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট শুরু হয়ে গেল কেন্দ্র সরকারের ministry of finance দফতরের অধীনস্থ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এখানে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবে। এবং শুধুমাত্র স্নাতকের যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন তাছাড়া এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কতটা দরকার এবং বয়স সীমা কতটা এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হবে।

পদের নাম:-

কেন্দ্র সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডক্টর থেকে আপনাকে যে পদে নিয়োগ করা হবে সেই পথটি হলো Administrative Assistant ( Group C ) ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা:-

administrative assistant পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার শুধুমাত্র স্নাতক ডিগ্রী অর্জন করে আপনি এখানে আবেদন করতে পারবেন।

শূন্য পদের সংখ্যা:-

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে মোট শূন্য পদের সংখ্যা ১৭৭৩টি তবে এই পদের সংখ্যা আরো বাড়িয়ে দিতে পারে।

মাসিক বেতন:-

তবে এই পদে মাসিক বেতন ভালোই রয়েছে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পেয়ে লেবেল ৭ অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে।

বয়স সীমা:-

আবেদনকারীদের বয়স অন্তত 18 বছর হতে হবে তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী শ্রেণী প্রার্থীরা বয়সের ছাড় পাবে। এখানে ১৮ বছর থেকে ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:-

যারা যারা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এবং অনলাইনের আবেদন পত্র এবং সমস্ত বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সে প্রমাণপত্র এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে তাদের সংশ্লিষ্ট দপ্তরের ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

Location:-

Shri Nilesh Patil, Asstt. C &AG (N)-I, C/o the C&AG of India, 9, Deen Dayal Upadhyay Marg, New Delhi- 110124

Last Date:-

১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।

Official Notice:- Click here

Official Website link:Click here

[postx_template id=”1679″]

Leave a Comment

x