SSC GD কনস্টেবল পদে নিয়োগ, SSC GD Constable New Requirement 2023

রাজ্যে সকল চাকরির প্রার্থীদের জন্য বিশেষ সুখবর কারণ যারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলেন কিংবা যারা এই পদে আবেদন করার জন্য অত্যন্ত আগ্রহিত তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর তরফ থেকে নতুন করে কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে যেকোনো ভারতীয় নাগরিকসহ রাজ্যের যেকোনো চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য এ ছাড়া এই পদে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ বিস্তারিত তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।

SSC GD Constable New Requirement 2023

পদের নাম:-

GD Constable পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ:-

চাকরিপ্রার্থীদের জন্য একটা বিশেষ সুখবর যে জিডি কনস্টেবল পদে বিশাল শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রায় ৭৫,৭৬৮ টি হাজার পদ ফাঁকা রয়েছে।

SSC GD কনস্টেবল পদে নিয়োগ, SSC GD Constable New Requirement 2023

শিক্ষাগত যোগ্যতা:-

আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে পারবে এছাড়া শারীরিক যোগ্যতার মাপকাঠি অনুযায়ী কর্মীদের নিয়োগ করা হবে। এছাড়া আরো বিস্তারিতভাবে জানতে চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে নিতে পারেন। SSC GD Constable New Requirement 2023

আরও পড়ুন:- WBPSC সহায়ক পদে চাকরিতে নিয়োগ, WBPSC new Requirement 2023

WhatsApp channel:- Click Here

মাসিক বেতন:-

আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে চাকরি পেলে সরকারি পেয়ে লেভেল অনুযায়ী প্রতি মাসে 18,000/- টাকা থেকে 69,000/- হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সের সীমা:-

আবেদনকারীদের ক্ষেত্রে আরেকটা বিশেষ কথা বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে তবে চাকরির প্রার্থীর পদে আবেদনযোগ্য এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকবে। SSC GD Constable New Requirement 2023

আবেদন পদ্ধতি:-

যারা যারা এসএসসি কনস্টেবল পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতি সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে করতে হবে তবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর আবেদন পত্রটি ঠিকঠাকভাবে ফিলাপ করে নিজের যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে তারপর শেষে আবেদন পত্র কপিটি ডাউনলোড করতে হবে। SSC GD Constable New Requirement 2023

আবেদন fees:-

আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আপনার আবেদন ফি ১০০ টাকা দিতে হবে। এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে সংরক্ষিত প্রার্থীদের বাদে বাকিদের আবেদন ফ্রি দিতে হবে অর্থাৎ সংরক্ষিত প্রার্থীদের কোন আবেদন ফিস লাগছে না।

নিয়োগ পদ্ধতি:-

আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে নিয়োগ কিন্তু কম্পিউটার বেস টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট আর মেডিকেল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কম্পিউটার বেস টেস্টে 80টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা। নিচে চার্ট দেওয়া হলো ভালোভাবে তোমরা দেখে নিও।👇

Apply Last Date:-

২৯ শে ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চাকরির প্রার্থীর পরে আবেদন করতে পারবে।

WhatsApp channel:- Click Here

Official website link:Click Here

Official notice:- Download Now

সমস্ত viewers দের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে এর অফিসিয়াল নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা Download Now বটন ক্লিক করলেই সেই নোটিশটি পেয়ে যাবে।

Leave a Comment

x