রাজ্যে ICDS পদে কর্মী নিয়োগ 2023 চাইলে আবেদন করতে পারো

হ্যালো, বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি, শুরু হবে রাজ্যে ICDS কর্মী এবং ICDS হেল্পার পদে নিয়োগ তবে যারা যারা ইচ্ছুক এখানে আবেদন করতে পারেন এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে বেশ কয়দিন পর। তবে আরেকটা কথা বলে রাখি, এটি হলো সম্পূর্ণরূপে পার্মানেন্ট পদে এবং সরকারি চাকরি। তবে এই নোটিশটি দুই মাস আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা ব্যানার্জি দ্বারা জারি করা হয়েছিল। তাহলে যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন তবে এখানে কিভাবে নিয়োগ করা হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং পরীক্ষা কিভাবে হবে পরীক্ষার সিলেবাস কি রকম হবে থাকবে সমস্যা তথ্য আমরা আজকে আলোচনা করব।

পদের সংখ্যা:-

ICDS Vacancy 2023 যেখানে পদের সংখ্যা হল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICDS Workers:- আইসিডিএস ওয়ার্কার পদে 9,493 জন কর্মী নিয়োগ করা হচ্ছে।

ICDS Helpers:- আইসিডিএস হেলপার পদে 13,926 জনকে কর্মী নিয়োগ করা হচ্ছে।তাই এটা বলা যায় যে টোটাল ভেকেন্সির সংখ্যা হল 23,419 টি।

শিক্ষাগত যোগ্যতা:-

আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে নিয়োগ করার জন্য আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আলোচনা করব।

ICDS Worker:-

আই সি ডি এস ওয়ার্কার পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই চলবে।

Age Limit:-

ICDS ওয়ার্কার পদে আবেদন করতে হলে আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

ICDS Helpers:-

আর আই সি ডি এস হেলপার পদে নিয়োগ হতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র 8th পাস হলেই হবে। তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে।

Age Limit:-

ICDS হেল্পার পদে আবেদন করতে হলে আপনার বয়স ১৮ থেকে ৪৫ বছরের বন্ধ হতে হবে তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন।

আরেকটা কথা বলে রাখি যে প্রতিটি রাজ্যে ১,০০০ টি করে শুন্য পদ থাকবে এবং যারা যারা ইচ্ছুক তারা নিজের জেলার মধ্যেই তাদের আবেদন করতে হবে তারা যদি অন্য কোন জেলার মধ্যে আবেদন করতে চায় তারা করতে পারবে না।

আবেদন পদ্ধতি:-

আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পদে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবে তাদের সর্বপ্রথম করতে হবে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিচের ব্লক (BDO) অফিসে নির্দিষ্ট সময়ের আগে জমা দিয়ে আসতে হবে।

Required documents:-

এখানে আবেদন করতে হলে আপনার যা যা ডকুমেন্ট লাগবে সেগুলি নিচে আমরা এক এক করে আলোচনা করব তার মধ্যে সর্বপ্রথম জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক পাস এর এডমিট কার্ড লাগবে

দ্বিতীয়ত ঃ স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড লাগবে।

তৃতীয়তঃ জাতিগত প্রমাণ পত্র অথবা কাস্ট সার্টিফিকেট লাগবে এবং পরীক্ষার্থীর স্বাক্ষর ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে তাছাড়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেরকম মাধ্যমিক পাস এর সার্টিফিকেট লাগবে কিংবা মার্কশিট লাগবে।

Selection process:-

প্রথমে বলা হচ্ছে এখানে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তবে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে আর ১০ নম্বরের ইন্টারভিউ হবে।আরেকটা কথা বলে রাখি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে যদি তোমরা নাম্বার ভালো নিয়ে আসো তাহলেই তোমাদের ইন্টারভিউর জন্য ডাকবে।

পরীক্ষার সময়সীমা এবং পরীক্ষার ভাষা:-

এখানে পরীক্ষায় টোটাল নম্বর থাকবে ৯০ নম্বর আর পরীক্ষার সময় থাকলে দুই ঘন্টা এবং পরীক্ষার বাংলা ভাষায় তোমরা দিতে পারবে।

পরীক্ষার সিলেবাস:-

এখানে পরীক্ষা দিতে হলে আপনার পরীক্ষার যে সিলেবাস থাকবে সেটি হল রচনা 150 শব্দের একটি থাকবে যেখানে নম্বর থাকবে 15 নম্বর।

এবং ইংরেজি প্রশ্নের সংখ্যা ১৫টি আর নম্বর থাকবে ১৫।

সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান থেকে প্রশ্নের সংখ্যা থাকবে কুড়িটি এবং নম্বর থাকবে ২০।

তাছাড়া জনস্বাস্থ্য পুষ্টি ও নারীর সংক্রান্ত: হ্যাঁ প্রশ্নের সংখ্যা থাকবে ১৫ টি এবং নম্বর থাকবে ১৫।

পাটিগণিত: পাটিগরিতে প্রশ্নের সংখ্যা থাকবে দশটি কিন্তু নাম্বার থাকবে ২০ নাম্বারের

তবে ৬১টি প্রশ্নের টোটাল নাম্বার থাকবে ৯০ নম্বর।তাই বলি যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা নিঃসন্দেহে আবেদন করতে পারবেন

এখানে পরীক্ষা কিন্তু সহজ পদ্ধতির মাধ্যমে হবে এবং সিলেকশন প্রসেস অনেকটাই সোজা তাছাড়া তোমরা যদি চাও এর সিলেবাস কি রকম হবে সে নিয়ে কোন আর্টিকেল তাহলে তোমরা কমেন্ট করতে পারো এর পরবর্তীতে এর সিলেবাস নিয়ে আবার একটি আর্টিকেল পাবলিশ করা হবে।

আবার আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি তবে তোমরা নিঃসন্দেহে থাকো যখন আবেদন শুরু শুরু হবে প্রস্তুত থাকো।

[postx_template id=”1679″]

Leave a Comment

x