রাজ্যে WBP পুলিশের চাকরিতে নিয়োগ 2023 মাধ্যমিক পাশের যোগ্যতায়

রাজ্যের সকল চাকরির প্রার্থী বন্ধু ভাই বোনেদের বিশেষ বিশেষ শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জানাই। আবার তোমাদের সামনে আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে রাজ্যে বিশাল শূন্য পদে পুলিশে নিয়োগ শুরু হতে চলেছে। এই পদে যেকোনো ভারতীয় নাগরিক সহ রাজ্যের যে কোন চাকরিপ্রার্থী এ পদে আবেদনযোগ্য যারা যারা আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা সহ নিয়োগ পদ্ধতি এবং বিস্তারিত তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।

পদের নাম:-

কনস্টেবল ( Constable) পদে নিয়োগ হতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা:-

এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর অবশ্যই যে কোন বিদ্যালয়ের তরফ থেকে মাধ্যমিক পাস করা থাকলে চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য।

মাসিক বেতন:-

চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কনস্টেবল পদে চাকরি পেলে এখানে বেতন দেওয়া হবে পেলেভেল 6 এর অনুযায়ী প্রতিমাসে ₹২২,৭০০/- টাকা থেকে ₹৫৮,৫০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

রাজ্যে WBP পুলিশের চাকরিতে নিয়োগ 2023 মাধ্যমিক পাশের যোগ্যতায়

বয়সের সীমা:-

আবেদনকারীর বয়স অন্তত ১৮ থেকে ৪০ বছরের মধ্য হতে হবে তবে চাকরির প্রার্থী এর পদে আবেদনযোগ্য। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী বয়সে ছাড় পাবে।

নিয়োগ প্রক্রিয়া:-

যারা যারা আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষার মাধ্যমে করা হবে কোন কোন বিষয়ে লিখিত পরীক্ষা হবে কি রকম হবে তা নিচে দেওয়া হল।

প্রিলিমিনারি Written Exam:-

টোটাল নম্বর থাকবে ১০০।

Mcq প্রশ্ন থাকবে।

নেগেটিভ মার্কিং ১/৪ এর থাকবে.

নিজের ভাষায় পরীক্ষা দিতে পারবে।

ফাইনাল written Exam:-

টোটাল নম্বর থাকবে ৮৫।

Mcq question থাকবে

নিজের ভাষায় পরীক্ষা দিতে পারবে।

ইন্টারভিউ:-

ইন্টারভিউ তে 15 নম্বর থাকবে।সর্বশেষে যারা যারা এইসব স্টেপগুলি পেরিয়ে আসবে তাদের ফাইনাল মেরিট লিস্ট বার হবে এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:-

যারা যারা এই ফলে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতি শীঘ্রই শুরু হতে চলেছে নভেম্বর অথবা ডিসেম্বর মাসের শুরুতে এই তোমাদের আবেদন পদ্ধতির সম্ভবত শুরু হতে পারে। যখনই আবেদন পদ্ধতি শুরু হবে তোমাদের আরেকটি প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে।

Job News:- Click Here

WhatsApp:- Click Here

রামকৃষ্ণ মিশনের শিক্ষক পদে নিয়োগ 2023 জেনে নিন আবেদন পদ্ধতি

মৎস্য ও জলজ প্রাণীর উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ 2023 মাসিক বেতন ২৫ হাজার টাকা

রাজ্যে MTS সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ 2023 মাধ্যমিক পাসের যোগ্যতায়

কেন্দ্রীয় সংস্থায় ৬৭৭টি শূন্যপদে চাকরিতে নিয়োগ, MTS Job Vacancy 2023

Leave a Comment

x