Tata Pay নেমে এলো Google Pay, Paytm এর সাথে প্রতিযোগিতায়😳

খুব শীঘ্রই Tata গ্রুপ অফ ইন্ডাসস্ট্রি থেকে ২০২৪-এ জানুয়ারি মাসেই দেখতে পাবে Tata Pay এবং google pay এবং paytm এর সাথে বাজারে টক্কর এর প্রতিযোগিতা চলবে Tata pay এর।

শীঘ্রই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ (RBI) এর তরফ থেকে পেমেন্ট এগ্রিগেটার অর্থাৎ (PA) টাটা গ্রুপকে Tata এর অনুমতি দিয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোম্পানি তার প্লাটফর্মের মাধ্যমে ই-কমার্স লেনদেন এর সুবিধার জন্য তৈরি করেছে। টাটা গ্রুপের ডিজিটাল ইকো সিস্টেমকে উন্নত করার জন্য এই পেমেন্ট সিস্টেমটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটি টাটা ডিজিটাল এর দ্বারা পরিচালিত হয়েছে Tata Payments ।

আরও পড়ুন:-Google Maps এ নতুন ফিচার WhatsApp এর মত জেনে নিন এর ব্যবহার।

পর্যাপ্ত তথ্য অনুসারে, এটা জানা যাচ্ছে যে টাটা তার মার্কেটপ্লেস অর্থাৎ ই-কমার্স কে আরো শক্তিশালী করে তোলার জন্য টাটা নিয়ে হাজির হচ্ছে Tata Pay।

টাটাও এবার Razorpay , Cashfree, Google Pay এবং অন্যান্য কোম্পানির পাশাপাশি অনুমোদন লাভ করে Tata Pay পেমেন্ট এগ্রিগেটারদের লীগে যোগ দিয়েছে।

Tata Pay এর লক্ষ্য হলো ইউপিআই পেমেন্ট সিস্টেমকে আরো কিভাবে ফাস্ট এবং সিকিওর করা এই লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে Tata Pay ।

Tata Pay, বেঙ্গালুরু-ভিত্তিক পরিচয় যাচাইকরণ স্টার্টআপ Digio-এর সাথে, 1 জানুয়ারিতে PA হিসাবে অনুমোদন পেয়েছে। Digio, ফিনটেক সেক্টরে তার ডিজিটাল পরিচয় যাচাইকরণের জন্য স্বীকৃত, পেমেন্ট পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত।

Rate this post

Leave a Comment