বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চাকরিতে নিয়োগ, Vidyasagar University requirement 2023

রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ আপডেট হয়েছে কারণ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শিক্ষক পদে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে যে কোন ভারতীয় নাগরিকসহ রাজ্যের যেকোনো চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে পারবে তবে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।

পদের নাম:-

কন্ট্রোলার অফ এক্সামিনেশনস (controller of examinations ) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা:-

আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আপনার অবশ্যই স্নাতক ডিগ্রী অর্জন করা থাকতে হবে এর সাথে এপিজি তে সিনিয়র লেকচারাল ও রিডার সহকারী অধ্যাপক হিসাবে কমপক্ষে ১৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তবে চাকরি প্রার্থী এ পদে আবেদনযোগ্য।

বয়সের সীমা:-

আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আপনার অন্তত ৪০ বছর এর উর্ধ্বে হতে হবে তবে যাকে প্রার্থী এ পদে আবেদন করতে পারবে এ ছাড়া বয়সের ছাড়ও দেওয়া হবে চাকরি প্রার্থীদের।

আরও পড়ুন:- তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরিতে নিয়োগ, NTPC New Job Requirement 2023

মাসিক বেতন:-

এই পদে চাকরি পেলে প্রতি মাসে ₹1,40,000/- হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Vidyasagar University requirement 2023

পদের নাম: –

দ্বিতীয় পদের নাম হল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার ( University engineer) পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:-

আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রী অর্জন করা থাকতে হবে এছাড়া কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা:-

আবেদনকারীর বয়স অবশ্যই ৩৫ বছরের উর্ধ্বে হতে হবে তবে চাকরি প্রার্থী এ পদে আবেদন করতে পারবে এ ছাড়া এই পদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:-

এই পদে চাকরি পেলে প্রতি মাসে ₹79,000/- টাকা বেতন দেওয়া হয়।

আবেদন পদ্ধতি:-

যারা যারা এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতির সরাসরি করতে হবে তবে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে তারপর সেটি ঠিকঠাকভাবে ফিলাপ করে নিজের যাবতীয় ডকুমেন্টস সহ এই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দপ্তরে অফিসে জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা নিচে দেওয়া হল। Vidyasagar University requirement 2023

Location:-

The Registrar, Vidyasagar University, Midnapore – 721702, Paschim Medinipur, West Bengal

আবেদন fees:-

আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আপনার কিন্তু ৮০০ টাকা fees জমা করতে হবে ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

APPLY Last Date:-

১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চাকরির প্রার্থী এরপরে আবেদন করতে পারবে।

WhatsApp Channel:- Join Now

Official website link:- Click Here

Official Notice:- Download Now

Leave a Comment