স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে চাকরিতে নিয়োগ, WB Health Requirement 2023

রাজ্যে চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুখবর যে সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ২৬ টি বিভাগে মোট ৩৯০ টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই পদে শুধুমাত্র রাজ্যের নাগরিকই নয় সকল ভারতীয় নাগরিক এই পদে আবেদন যোগ্য তবে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা সহ পদের নাম বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

WB Health Requirement 2023

পদের নাম:-

স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তবে পদের নাম ও সুন্নাহ পদ নিচে দেওয়া হল

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Block Public Health Manager- ৭ টি,

Block Epidemiologist- ৪ টি,

Laboratory Technician- ১১ টি,

Block Data Manager- ৪ টি,

Medical Officer- ৩৮ টি, Staff Nurse- ৩১ টি,

Community Health Assistant- ৬০ টি,

Specialist Medical Officer (Medicine)- ১৫ টি,

Specialist Medical Officer (Pediatrics)- ১৫ টি,

Specialist Medical Officer (G&O, Polyclinic)- ১৪ টি,

Specialist Medical Officer (Ophthalmologist, Polyclinic)- ১৫ টি,

Staff Nurse (Polyclinic)- ১১ টি,

Counsellor (Polyclinic)- ৮ টি,

Staff Nurse (NUHM)- ৭টি,

Medical Officer (NUHM)- ৫টি,

Laboratory Technician (NUHM)- ১ টি,

Community Health Assistant (NUHM)- ৪৬ টি,

VBD Technical Supervisor (NHM)- ২ টি,

Social Worker (NHM)- ১ টি,

Ophthalmic Assistant (NHM)- ৩ টি,

GNM-HCP (NHM)- ১ টি,

TBHV (NHM)- ১ টি,

Senior Medical Officer – DRTB (NHM)- ১ টি,

Medical Officer – DTC (NHM)- ১ টি,

Senior Treatment Supervisor – (NHM)- ১ টি।,

Multi Rehabilitation Worker (NHM)- ১৭ টি।

এইখানে মোট ২৬ টি বিভাগে নিয়োগ করা হচ্ছে তাই ২৬ টি বিভাগের নাম বিস্তারিত হবে দেওয়া হলো।এবার জেনে নি কোন কোন বিষয়ে কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে।

শিক্ষাগত যোগ্যতা:-

সকল আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তোমরা এটা দেখতে পাচ্ছ তাই বলা হচ্ছে যে তোমরা কোন পদে কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ভালোভাবে জেনে নিতে পারো তাই অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক নিচে দেওয়া হল। কিন্তু তার আগে বিস্তারিত তথ্য ভালোভাবে জেনে নাও। WB Health Requirement 2023

বয়সের সীমা:-

আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এইসব পদে চাকরির জন্য আপনার বয়স অন্তত ১৮ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে তবেই চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে পারবে।

মাসিক বেতন:-

আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এইসব পদে চাকরি পেলে সর্বনিম্ন ₹10,000/-হাজার টাকা থেকে শুরু এবং ₹60,000/- টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-

যারা যারা এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতি সম্পূর্ণরূপে অনলাইন এর মাধ্যমে করতে হবে তবে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর তারপর লগইন করে আবেদন পত্রটির সম্পূর্ণভাবে ফিলাপ করে নিজের যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে এবং আবেদন পত্রের একটি কপি ডাউনলোড করে নিয়ে নিজের কাছে রাখতে হবে।

আবেদন fees:-

আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের 50 টাকা এবং বাকি আবেদনকারীদের ১০০ টাকা করে ফি দিতে হবে।

Apply Last Date:-

৫ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে পারবে।

New job:- Click Here

Official website link:- apply now

Official notice:- Click here

Leave a Comment

x