রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ আপডেট কারণ WBPSC এর তরফ থেকে নতুন করে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে যে কোন ভারতীয় নাগরিকসহ রাজ্যের যেকোনো চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে পারবে তবে আবেদন করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলির উপর নজর দিতে হবে তবে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা এবং এর সাথে বেতনের পরিমাণ সহ বিস্তারিত তথ্য আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে।
WBPSC new Requirement 2023
পদের নাম:-
WBPSC তরফ থেকে রাজ্যের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:-
আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদন করতে চাইলে আপনার যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে Textiles Technology এন্ড Handloom বিষয় নিয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা করা থাকলে তবেই চাকরিপ্রার্থী এই পদে জন্য আবেদনযোগ্য। এছাড়া বলা হচ্ছে যে তোমরা যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি একবার ভালোভাবে দেখে নাও। WBPSC new Requirement 2023
WhatsApp channel:- Click Here
বয়সের সীমা:-
আগ্রহী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পদে আবেদনযোগ্য হতে হলে চাকরিপ্রার্থীর বয়স সর্বোচ্চ 39 বছরের মধ্যে হতে হবে তবে চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থী অর্থাৎ আবেদনকারীদের বয়সের ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন:- সরকারি হাসপাতালে চাকরিতে নিয়োগ, hospital new job requirement 2023
মাসিক বেতন:-
এই পদে চাকরি পেলে প্রতিমাসে লেভেল ৯ এর অনুযায়ী ২৮,০০০/- হাজার টাকা থেকে ৭৮,০০০/- হাজার টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
যারা যারা এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতির সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে করতে হবে তবে প্রথমের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর আবেদন পত্রটি ঠিকঠাকভাবে ফিলাপ করে যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে তারপর সাবমিট করতে হবে। WBPSC new Requirement 2023
Apply Start Date:-
২৪ নভেম্বর ২০২৩ তারিখে চাকরির প্রার্থী এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
Apply End Date:-
১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
WhatsApp channel:– Click Here
Official website link:- Click Here
Official notice:– Download Now