Answer:-
আবর্তনের সংজ্ঞা ও উদাহরণ:–
যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তে গুণের পরিবর্তন হয় না অর্থাৎ অপরিবর্তিত থাকে এবং আশ্রয়ী বাক্যে উদ্দেশ্য পদ ও বিধেয় পদকে ন্যায় সঙ্গত ভাবে যথাক্রমে সিদ্ধান্তে বিধেয় পথ ও উদ্দেশ্য পদের পরিবর্তন হয় তাকে আবর্তন বলে।
আবর্তনের ক্ষেত্রে দুটি নিরপেক্ষ বচন থাকে। এই দুটি নিরপেক্ষ বচনের মধ্যে একটি হলো যুক্তি বাক্য এবং অপরটি হল সিদ্ধান্ত।
আবর্তনের যুক্তি বাক্যকে আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। আবর্তনীয় থেকে আবর্তিত বচনটি সরাসরিভাবে প্রতিষ্ঠিত হয়।
উদাহরণ:-
[ E ]— কোন শৃগাল নয় সিংহ = আবর্তনীয়
[ E ]— কোন সিংহ নয় শৃগাল = আবর্তিত
আবর্তনের নিয়ম :-
আবর্তন প্রক্রিয়াকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য যুক্তি বিজ্ঞানীরা চারটি নিয়মের উল্লেখ করেছেন। এই চারটি নিয়মকে নিচে উল্লেখ করা হলো—
প্রথম নিয়ম:-
প্রথমত যুক্তি বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে গিয়ে বিধেয় পদ হবে।
দ্বিতীয় নিয়ম:-
তারপর যুক্তি বাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্য পদ হবে।
তৃতীয় নিয়ম:-
আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। আবার আশ্রয় বাক্য নয়র্থক হলে সিদ্ধান্ত নয়র্থক হবে।
চতুর্থ নিয়ম:-
যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হবেনা সেই পথ সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না।