ঠান্ডা লড়াই কাকে বলে ? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো 2024

ভূমিকা:—  

দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর আদর্শগত দিক থেকে সমগ্র পৃথিবী দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক রাষ্ট্র জোট আবার অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক বা সাম্যবাদী রাষ্ট্র ও জোর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দুই রাষ্ট্র জোট সমগ্র পৃথিবীতে নিজেদের সামগ্রিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্র বিস্তারের উদ্দেশ্য লড়াইয়ের আবর্তিত হয় তা ঠান্ডা লড়াই নামে পরিচিত।

ঠান্ডা লয়ের তাত্ত্বিক ভিত্তি:—

বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা গুলির মধ্যে উল্লেখযোগ্য হল—

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

   ১. আদর্শগত সংঘাত:—

অধ্যাপক H.F হার্ট ম্যান, জন ইস্কোনিয়ার প্রমুখের মতে ঠান্ডা লড়াই প্রকৃতপক্ষে আমেরিকা যুক্তরাষ্ট্রীয় নেতৃত্বে পশ্চিমে ধনতান্ত্রিক জোটের সঙ্গে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের আদর্শগত সংঘাত ছিল।

  ২. সংশোধনবাদী ব্যাখ্যা:—

ওয়ালটার লিপম্যান তার ” the cold war” গ্রন্থে উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রপূর্ব ইউরোপের সোভিয়েত রাশিয়ার স্বার্থ বিরোধী পদক্ষেপ গ্রহণ করলে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে এবং ঠান্ডা যুদ্ধের সূচনা হয়। লিফম্যান এর অভিমত পরবর্তীকালে উইলিয়াম এ উইলিয়াম লোড ঐতিহাসিক সমর্থন করেন প্রথম পর্বের ঠান্ডা লড়াই পরবর্তী কালে তা দূর করা যেত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনমনীয় মনোভাবের জন্য তা সম্ভব হয়নি।

  ৩. অর্থনৈতিক ব্যাখ্যা:—

গ্রাবিয়াল কল্প, কডেল হাল, প্রমুখ ঐতিহাসিকের মতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী অর্থনীতি সম্প্রসারণের ফলে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা মার্শাল পরিকল্পনা বিপুল পরিমাণ অর্থ সাহায্য করে। বিশ্ব অর্থনীতি চালকের আসন লাভ করার চেষ্টা করা। সোভিয়েত রাশিয়া আমেরিকা এই পরিকল্পনার বিরোধিতা করলে তা অনুগামী রাষ্ট্রগুলির সঙ্গে আমেরিকার বিরোধিতা তৈরি করে।

  ৪. রক্ষণশীল ব্যাখ্যা:—

এই মতবাদে বিশ্ববাসীদের মতে ঠান্ডা লড়াই ছিল আদর্শগত বিরোধ এবং এর জন্য দায়ী ছিল সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদী আদর্শ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সোভিয়েত ইউনিয়নের উগ্র সম্প্রসারণ নীতির জন্য পৃথিবীতে আতঙ্ক ও নিরাপত্তা হীনতা সৃষ্টি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করলে ফ্রান্স ইতালি ইত্যাদি কমিউনিস্ট দলকে জঙ্গিপথের দিশা দেখিয়ে পশ্চিমে দুনিয়ার আতঙ্কের পরিবেশ তৈরি করে। এইভাবে রাশিয়া ঠান্ডা লড়াই এর প্রেক্ষাপট তৈরি করে।

  ৫. বাস্তববাদী ব্যাখ্যা:—

হেন্স যে মারগেন থাউ এবং লুই যে হ্যালের নেতৃত্বে একদল ঐতিহাসিকের মতে ঠান্ডা লড়াই এর জন্য এককভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দায়ী ছিল না হয় উভয়পক্ষেই দায়ী ছিল, না হয় কোন পক্ষই দায়ী ছিল না আবার মরগানের মতে রুশ সম্প্রসারণ নীতি ও সাম্যবাদী আদর্শকে আমেরিকার যুক্তরাষ্ট্র পছন্দ করেনি। আর অপরদিকে আমেরিকা ধনতান্ত্রিক জোটের রক্ষক হিসাবে রাশিয়াও মেনে নিতে চাইছিল না।

মূল্যায়ন:—

ঠান্ডা লড়াই শব্দটিকে মার্কিন উদ্যোগ প্রতি বার্নেট বারুদ সর্বপ্রথম ব্যবহার করলেও এবং ওয়াল্টার লিপম্যান শব্দটিকে জনপ্রিয় করে তুললেও ইতিহাসে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী প্রভাব থেকে বিশ্ব রাজনৈতিক রক্ষার উদ্দেশ্যে সোভিয়েত সাম্যবাদের প্রসার ঘটায় তাই বলা যায় ঠান্ডা লড়াই আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।

4.8/5 - (5 votes)

Leave a Comment