বচনের বিরোধিতা কাকে বলে? কয় প্রকার ও কি কি ?

বিরোধিতা কাকে বলে?

Ans:- দুটি আদর্শ আকার নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধবা এক কিন্তু তাদের গুন ও পরিমান গত কিংবা গুণ বা পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে বচনের বিরোধিতা বলে।

বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি ?

Ans:- বিরোধিতা হলো চার প্রকার যথা —

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

i. বিপরীত বিরোধিতা,

ii. অধীন বিপরীত বিরোধিতা,

iii. অসম বিরোধিতা,

iv. বিরুদ্ধ বিরোধিতা,

সাধারণ বিরোধ চতুষ্কোণ এর চিত্রটি অঙ্কন কর ?

Ans:-

বিপরীত বিরোধিতা কাকে বলে ?

Ans:- দুটি সামান্য বচনের উদ্দেশ্য ও বিধেও এক কিন্তু গুণের দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে বিপরীত বিরোধিতা বলে।

অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে ?

Ans:- দুটি বিশেষ নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধিও এক কিন্তু গুণের দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায় তখন তাকে অধিক বিপরীত বিরোধিতা বলে।

অসম বিরোধিতা কাকে বলে ?

Ans:- দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য , বিধেয় ও গুণ একই কিন্তু তাদের মধ্যে পরিমাণগত পার্থক্য দেখা যায় তাকে অসম বিরোধিতা বলে।

বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে ?

Ans:- দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় এক কিন্তু তাদের মধ্যে গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে বিরুদ্ধে বিরোধিতা বলে।

বিরোধানুমান কাকে বলে ?

Ans:- যে অমাধ্যম অনুমানে বিরোধিতার সম্পর্কের ভিত্তিতে একটি বচনের সত্য বা মিথ্যা থেকে অপর একটি বচনের সত্য বা মিথ্যার সম্পর্ক অনুমান করা যায় তাকে বিরোধানুমান বলা হয়।

3.9/5 - (8 votes)

1 thought on “বচনের বিরোধিতা কাকে বলে? কয় প্রকার ও কি কি ?”

  1. বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়?

    Answer please sir

    Reply

Leave a Comment