অ্যাকুইফার ও অ্যাকুইপ্লুড এর মধ্যে পার্থক্য লেখ ? অবরোহন বা ক্ষয় সাধন কাকে বলে ? আর্টেজীয় কূপ সৃষ্টির অনুকূল অবস্থা গুলি লেখ ?

Ans:-


বিষয়
:-
i. সংজ্ঞা:—

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

  অ্যাকুইফার:- মাটির নিচে জল বহনকারী স্তরকে অ্যাকুইফার বলে।


অ্যাকুইপ্লুড
:- মাটির নিচে অর্থাৎ ভূ অভ্যন্তরে যে শিলা জল ধরে রাখতে পারে কিন্তু পরিবহন করতে পারে না। তাকে অ্যাকুইপ্লুড বলে।

   ii. অবস্থান:—

অ্যাকুইফার
:- এই অ্যাকুইফারটি দুইটা অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যবর্তী স্থানে অবস্থান করে থাকে।


অ্যাকুইপ্লুড
:- অ্যাকুইপ্লুড সাধারণত প্রবেশ ও শিলা স্তরকে ঘিরে অবস্থান করে।

     iii. ভৌম জলের ভান্ডার:—


অ্যাকুইফার
:- যেখানে অ্যাকুইফার দেখা যায় সেই সব অঞ্চলে ভৌম জলের বড় সর ভান্ডার দেখা যায়।


অ্যাকুইপ্লুড
:- অ্যাকুইপ্লুড খুব সামান্য পরিমাণ জল থাকায় ভৌম জলের ভান্ডার গড়ে ওঠে না।
iv. জল সরবরাহ :—


অ্যাকুইফার
:-অ্যাকুইফার থেকে সারাবছর খুব ও নলকূপ এর সাহায্যে জল পাওয়া যায়।


অ্যাকুইপ্লুড
:-অ্যাকুইপ্লুড থেকে কুক ও নলকূপ এর মাধ্যমে জল পাওয়া যায় না।

        v. উদাহরণ:—


অ্যাকুইফার
:- চুনাপাথর , বেলে পাথর।


অ্যাকুইপ্লুড
:-  কাদা পাথর।

অবরোহন:-

      যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোন নিচু জায়গা ক্রমাগত হয় এর মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয় তাকে অবরোহন বলে।

আর্টেজীয় কূপ সৃষ্টির অনুকূল অবস্থা:-

যে কোড থেকে প্রবেশ্য শিলাস্তরের জল পাম্পের সাহায্য ছাড়াই জল স্বাভাবিক চাপে প্রবল বেগে উপরে উঠে আসে তাকে আর্টেজীয় কূপ বলে।

প্রথম খনন:-

      ১৭৫০ খ্রিস্টাব্দে ফ্রান্সের আর্তোয়া প্রদেশে এই কূপ সর্বপ্রথম খনন করা হয়।

নামকরণ:-

     Artois থেকে এই শব্দটি এসেছে।

অনুকূল অবস্থা:—

i. অতভাগের আকারে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে প্রবেশ্য শিলাস্তরের অবস্থান করে এটি আর্টেজীয় কূপ সৃষ্টির প্রথম শর্ত।

      ii. জলচাপ তল অবশ্যই কুপের অনেকটা উপরে অবস্থান করে।

     iii. আবদ্ধ জলবায়ু স্তরের প্রান্ত ভাগ অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে উন্মুক্ত থাকা প্রয়োজন।

5/5 - (1 vote)

Leave a Comment