মুক্ত অ্যাকুইফার ও আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য লেখ ? পুঞ্জিত ক্ষয় কাকে বলে ? রাসানিক আবহবিকারের মাধ্যম গুলি লেখ ?

Ans:- 

বিষয়:—

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংজ্ঞা:—

 মুক্ত অ্যাকুইফার:- কোন অপ্রবেশ্য বা প্রায় অপ্রবেশ্য শিলা স্তরের উপরের অবস্থিত স্তরকে মুক্ত একইফার বলে।

  আবদ্ধ অ্যাকুইফার:- দুটি অপ্রবেশ্য বা প্রায় অপ্রবেশ্য শিলা স্তরের মধ্যে সেন্ট উইচ এর মত আটকে থাকা জলবায়ু স্তরকে আবদ্ধ একইফার বলে।

স্তর বিন্যাস:—

মুক্ত অ্যাকুইফার :- সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তরে বিভক্ত।-অ সম্পৃক্ত স্তর আবার মৃত্তিকা জল ও মাটি স্তরে উপবিভক্ত।

আবদ্ধ অ্যাকুইফার:- সম্পৃক্ত স্তর রূপে কেবলমাত্র একটি স্তর থাকে।

জলতলের প্রকৃতি:—

মুক্ত অ্যাকুইফার:- জলাতল বা জলপৃষ্ঠ ওঠানামা করে যা ভৌম জলের পরিপূরণ ও ক্ষরণের ওপর নির্ভরশীল।

আবদ্ধ অ্যাকুইফার:- জলাতল এর অস্থিত্ব নেই।

জল উত্তোলন ও সংগ্রহ:—

মুক্ত অ্যাকুইফার:- সম্পৃক্ত স্তর পর্যন্ত কূপ বা নলকূপ বসানো হয় এবং প্রধানত যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জল উত্তোলন ও সংগ্রহ করা হয়।

আবদ্ধ অ্যাকুইফার:- আরতেজেও কুপের মাধ্যমে জল সংগ্রহ করা হয় এবং জল ফোয়ারার মতো বেরিয়ে আসায় জল উত্তোলন যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ নেয়।

পুঞ্জিত ক্ষয়:—

      অনেক সময় আবহবিকারের ফলে সৃষ্টি শীলা খন্ড ও আলগা মাটি অভিকর্ষ বলের প্রভাবে আকাশ পাত নিচে নেমে আসে একে পুঞ্জিত ক্ষয় বলে।

রাসায়নিক আবহবিকারের প্রকারভেদ:—

      রাসানিক আবহবিকার কে নিম্নলিখিত পাঁচটি ভাগে ভাগ করা যায় যথা—

    I. জলযোজন:-

           যে প্রক্রিয়ায় শিলা গঠনকারী খুনিদের মধ্যে জল শোষিত হয়ে নতুন খনিজ উৎপন্ন করে তাকে জলজ্যজন বা হাইড্রোনেশন বলে। যেমন- ক্যালসিয়াম সালফেট থেকে জিপসাম হয়।

    Ii. আদ্র বিশ্লেষণ:- 

           যে রাসায়নিক প্রক্রিয়ায় জল হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নের ভেঙে যায় এবং উৎপন্ন হাইড্রোক্সাইড আয়ন খনিজের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে শিলার রাসায়নিক পরিবর্তন ঘটায় তাকে আদ্র বিশ্লেষণ বা হাইড্রোসিলিস বলে। যেমন- ফেলশপার ও অভ্রের বিক্রিয়া ঘটে।

     Iii. জারন:- 

           খনিজের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যে বিয়োজন ঘটায় তাকে জারন বা অক্সিডেশন বলে। যেমন— লোহায় মরচে পরা।

5/5 - (1 vote)

Leave a Comment

x