মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোটি কোটি টাকার স্কলারশিপ পাওয়া যায়। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থাকলে এমন মিথ্যে এবং চমকপ্রদ ভিডিও তোমরা দেখতে পাবে। যেটা দেখে তোমাদের মনে হবে যে ৪০% নাম্বার পেলেই যে কয়েক লাখ টাকা পেয়ে যাব এবং 60% পেলে কয়েক লাখ টাকা পেয়ে যাব ৮০% পেলে কয়েক লাখ টাকা পেয়ে যাব এই ধারণাটা কিন্তু মিথ্যে। প্রতিদিন তোমরা আর্টিকেল কিংবা ইউটিউবে ভিডিওতে দেখতে পাবে যে কোটি কোটি টাকার স্কলারশিপ পাওয়া যায়। এগুলো কিন্তু সব মিথ্যে তবে অনেক অনেকটা কাজ করার সিপে পাওয়া যায় কিন্তু এর অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তবে এই স্কলারশিপ গুলির মধ্যে সরকারি দুটো জনপ্রিয় স্কলারশিপ হলো
i. নবান্ন স্কলারশিপ
ii. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
তবে, তুমি যদি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে থাকো তবে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এখানেই ইলেভেন ক্লাসের ছাত্র-ছাত্রীরা করতে পারবে 60% পার্সেন্ট নাম্বার পেলে তারা রেনেওয়াল করতে পারবে কিংবা নতুন করে আবেদন করতে পারবে।
এই, দুটি স্কলারশিপ শুরুর তারিখ ?
এই দুটি স্কলারশিপ সম্ভবত সেপ্টেম্বর মাস চেয়ে শুরু হবে এবং ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে।
তবে এই স্কলারশিপ এ আবেদন করতে হলে কত পারসেন্ট নম্বর লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং এই স্কলারশিপ এ টাকা পাবো কিনা এই বিষয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব।
কিন্তু তবে এটা বলে রাখি যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ এর আবেদন করলে তোমরা ১০০% টাকা পাবেই এটা আমার গ্যারান্টি।
আমরা দুটো জনপ্রিয় স্কলারশিপ এর সম্বন্ধে আলোচনা করব।
প্রথমত, আমরা আলোচনা করব নবান্ন স্কলারশিপ নিয়ে
নবান্ন স্কলারশিপ:-
নবান্ন স্কলারশিপের আরেক নাম হল উত্তর কন্যা স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া হল তোমরা যদি ৫০% পার্সেন্ট নম্বর এর বেশি পেয়ে থাকো কিংবা ৬০% পার্সেন্ট নম্বরের কম পেয়ে থাকো তাহলে তোমরা নিঃসংকোচে এই স্কলারশিপে আবেদন করতে পারবে।তাহলে এই স্কলারশীপে তোমরা কিভাবে আবেদন করতে পারবে এবং নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আমি তোমাদের পরবর্তীতে জানিয়ে দেবো কিভাবে আবেদন করতে হয়।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ:-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর সমন্ধে সবারই কমবেশি করে জানা রয়েছে তবুও একটু করে বলে দিয়ে রাখি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মাধ্যমিক পাস কিংবা উচ্চমাধ্যমিক পাশে তোমরা যদি ৭৫% নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা এস স্কলারশিপে আবেদন করতে পারবে। স্কলারশিপে টাকাও ভালো দেওয়া হয় যেরকম কলেজের ছাত্র-ছাত্রীদের ১৮,০০০ হাজার থেকে ৬০,০০০ হাজার টাকা পর্যন্ত।
কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে নবান্ন স্কলারশিপ আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি একই ?
Ans:- এটার সরাসরি উত্তর হল না। অর্থাৎ নবান্ন স্কলারশিপ ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একই নয় দুটাই আলাদা আলাদা।
এবং তোমাদের এটাও প্রশ্ন থাকবে যে নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই দুটাই কি একসাথে করা যাবে ?
Ans:- এর উত্তর হল না। অর্থাৎ এই দুটি স্কলারশিপ একসাথে আবেদন করা যাবে না, এর মধ্যে একটাই আবেদন করা যাবে।
সরকারি নিয়ম অনুযায়ী যতরকম স্কলারশিপ রয়েছে তাদের মধ্যে যেকোনো একটাই আবেদন করা যাবে।এবং তাছাড়া সরকারি একটা এবং বেসরকারি আপনার যত খুশি তত আপনি এপ্লাই করতে পারবেন।
আরেকটা তোমাদের প্রশ্ন থাকবে যে ১১ ক্লাসের স্টুডেন্ট গুলো কি এপ্লাই করতে পারবে?
এর উত্তর হল তোমরা নবান্ন স্কলারশিপে সরাসরি এপ্লাই করতে পারবে না কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এপ্লাই নতুন করে না করতে পারলেও রেনুয়াল করতে পারবে। এটা দেখো বন্ধুরা, এটা আমার নিয়ম নয়। এটা সরকারি নিয়ম অনুযায়ী তোমরা তোমাদের এই স্কলারশিপে আবেদন করতে হবে।
আরেকটা প্রশ্ন থাকতে পারি যে আমরা মাধ্যমিক পাশে এই স্কলারশিপ এপ্লাই করি নাই কিন্তু ইলেভেনে এপ্লাই করতে পারব কি ?
তাহলে, বন্ধুরা তোমরা যদি মাধ্যমিক পাশের পর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ এপ্লাই বা আবেদন করনি তাহলে তোমরা ইলেভেন ক্লাসে আবেদন করতে পারবে না।
এছাড়া এই দুটি স্কলারশিপ ছাড়া বেসরকারি আরও বিভিন্ন স্কলারশিপ রয়েছে যেগুলি মধ্যে অনেক টাকা দেওয়া হয়। কিন্তু এই বেসরকারি স্কলারশিপও কিছু টার্ম এন্ড কন্ডিশন রয়েছে এখানে আপনার ইন্টারভিউ নেয় কিংবা আপনাকে পরীক্ষা দিতে হয় কিংবা আপনার বাড়ির পারিবারিক অবস্থা দেখে আপনাকে এই স্কলারশিপ দেওয়া হয়।
তবুও এ স্কলারশিপ এ যতগুলো আবেদন করে ততগুলোকে দেওয়া হয় না। এখানে তাদের মধ্যে বাছাই করে স্কলার্শিপ দেওয়া হয়।
তাই বন্ধুরা এই সব বেসরকারি স্কলারশিপ গুলি আপনারা আবেদন করে রাখাই ভালো। তাই আপনারও যদি এই স্কলারশিপে সিলেকশন হয়ে থাকে তাহলে আপনিও টাকা পেতে পারেন তাই বলা হচ্ছে।